জীবনে হাসি কান্না থাকবে৷ জীবনে কখনও সুখ আসে কখনও দুঃখ৷ দুই এ মিলেই জীবন৷ জীবন কারো জন্য থেমে থাকে না৷ যে যেভাবে জীবনকে গড়তে পারবে৷ তার জীবন সে রকম হবে৷ জীবনকে পাল্টাতে গেলে নিজেকে পাল্টাতে হবে৷ দুনিয়ায় কেউ ভালো নেই৷ ভালো থাকার চেষ্টা তো সবাই করে কিন্তু কয়জনই বা ভালো থাকতে পারে।
স্বার্থপর মানুষের ভিরে একটি মানুষ কয়দিন আর ভালো থাকতে পারে৷ মানুষ পিছে লেগে থাকে৷ কারে ভালো কেউ সয্য করতে পারে না৷ আপনার ভালো দেখলে মানুষের গা জ্বলবে৷ হিংসা করবে। কিভাবে বাঁশ দেওয়া যায় ভাববে৷ বাঁশ দিতে পারলেই তাদের জীবন স্বার্থক। হাসি কান্নাকে মানিয়ে নিয়ে মানুষের কাছে থেকে বেঁচে চলুন৷ মানুষকে বুঝতে দিবেন না৷ আপনার কাছে কি আছে না আছে।