আমার বাগানের টগর ফুলের গাছ। আমি যখন এই টগর ফুলের চারা টা নিয়ে আসি এবং রোপন করি আমি জানতামনা যে এইটা টগর ফুলের গাছ যখন চারা গাছ টা আস্তে আস্তে বড়ো হতে থাকে গাচের আঁকার এতো সুন্দর হতে সুরু হয় দেখেই মন জুড়িয়ে যায়। আমি যখন জানতে পারলাম যে এটা টগর ফুলের গাছ তখন থেকে আমি টগর ফুলের গাছ ভালো করে যত্ন নেওয়া সুরু করি। যত্ন নিতে নিতে আমার টগর ফুলের গাছে ফুল ধরলো তখন আমি অবাক হয়ে গেলাম যে এই গাছে এতো সুন্দর ফুল ধরতে পারে। এখন আমার এই টগর ফুলের গাছের ডাল নিয়ে গুয়ে অনেক মানুষ টগর ফুলের বাগান করেছে। টগর ফুল সাদা বর্ণের হয়ে থাকে৷ এই পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়৷ এই ফুলে গন্ধ থাকে না৷ এই ফুল গাছ গুলো ৪-৫ ফুট লম্বা হয়ে থাকে৷ এই গাছে পাতা গাঢ় সবুজ বর্ণের হয়৷ পাতা গুলো চিকন চিকন হয়ে থাকে৷ এই ফুলের গন্ধ নেই৷ তবুও মথ, পোকা মাকড় এই ফুলের কাছে আসে। হয়তো মধুধ সংগ্রহ করে খাওয়ার জন্য৷ সব ফুলেই মধু থাকে। মধু পোকামাকড়ের খাবার৷ এই ফুল গুলো ছোট আকৃতির হয়ে থাকে৷ একটি গাছে অনেক ফুল ফুটে। আমার গাছ লটি ঝাকরা হয়ে গেছে৷ এবং অনেক ফুল ফুটেছে।
টগর ফুল
last year by sahin82 (60)