কাট দিয়ে একটা বাক্স খাট বানালাম কাঠের তৈরী আসবাব পত্রের মধ্যে অন্যতম হচ্ছে কাঠের তৈরী বক্স খাট। এই বক্স খাট বানাতেও যেমন কষ্ট দেখতেও ততো টাই সুন্দর। একটা কাঠের তৈরী বক্স খাট বানাতে ও অনেক খরচ একটা বক্স খাট বানাতে খরচ পড়বে ২৫০০০টাকা থেকে ৩৫০০০ হাজার টাকা এটা আবার মডেলের উপর আরো বেশি খরচ পরে। আপনাদের বাড়িতে যদি কাঠের গাছ থাকে তাহলে খরচ আরো একটু কম পড়বে। এই খাটে একসাথে চার থেকে পাঁচ জন। এই বক্স খাটের চাহিদা দিনদিন বাড়তেই আচে বিশেষ করে শহরে সব বাসাথেই এখন বক্স খাট ব্যবহার করে। এখন আধনিক যুগে যুগের সাথে তাল মিলিয়ে ধোনি গরিব সবাই বক্স খাটের ব্যবহার করে। এখন সবাই কাঠের খাট ব্যবহার করে থাকে। দিন দিন কাঠের খাটের জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাচ্ছে। কাঠের খাটের দামও অনেক হয়ে থাকে।
বাক্স খাট
last year by sahin82 (60)