গরু হল গৃহপালিত চতুষ্পদ প্রাণী৷ এই গরু অনেক উপকারী প্রাণী। গরু নিয়মিত দুধ দে৷ গরু থেকে মাংস পাওয়া যায়৷ গরুর গবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট করা যায়৷ এছাড়া গরুর গবর শুকিয়ে জ্বালানি তৈরি করা যায়৷ গরুর চামড়া দিয়ে নানান ধরের জিনিস তৈরি করা যায়৷
গরুর চারটি পা থাকে৷ গরুর দুটি কান, দুটি চোখ, একটি মুখ থাকে৷ গরুর দুটি পাকস্থলি থাকে৷ গরু ঘাস লতা পাতা ও অন্নান্য খাদ্য খায়৷ গরু অনেক খেয়ে থাকে৷ গরু বিভিন্ন প্রজাতির হয়৷ আমাদের দেশীয় গরু আকৃতিতে ছোট হয়৷ বিদশি গরু বড় হয়৷ দেশি গরু গুলো দুধ কম দেয়৷ বিদেশী গরু গুলো দুধ বেশি দেয়৷ দেশী গরু গুলো গৃহস্থালিতে পালা হয়৷ বিদেশী গরু গুলো ফার্মে বেশিরভাগ পালা হয়।