গ্রামে চলতে গেলে দেখা যায় অনেক রকমের সেছ পাম্প এর ঘর। এই সেছ পাম্প দিয়ে কৃষকরা ধান খেতে আলু খেতে শাক সবজি খেতে সেছ দেয়। এই সেছ পাম্পের ঘর করা হয় এর কারণ হলো গ্রামে খোলা জায়গায় সেচ পাম্প বাসানো হয় আবার বিলের মাঝেও সেচ পাম্প বাসানো হয় একেক টা সেচ পাম্পের দাম ও অনেক তাই খোলা জায়গায় সেচ পাম্প চুরি যাওয়ার ভয় থাকে তাই সেচ পাম্পের ঘর করে রাতে পাম্প পাহারা দেওয়ার জন্য রাতে মানুষ এই ঘরে থাকে যাতে করেছি সেচ পাম্প চুরি নাহয়। এই সেচ পাম্পের ঘর তৈরী করার আরো একটা কারণ আছে সেটা হলো এই সেচ পাম্প টা যেন রোদ বৃষ্টি থেকে শুরক্ষিত থাকে। সেচ পাম্পের ঘর গুলো ছোটো মোটো করে তাই দেখতেও অনেক সুন্দর লাগে আরো ঘরের সামনে সেচ পাম্পের পানি পড়ার জন্য একটা হাউস ও ডেরেন তৈরী করা দেখতে ও সুন্দর লাগে।
সেছ পাম্প
last year by sahin82 (60)
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit