Contest/music/"বাড়ির কাছে আরশী নগর"/ @sajjad26 [11-6-2021]

in hive-138339 •  4 years ago 

Song lyrics

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে,
একদিনও না দেখিলাম তারে।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর,
ক্ষণেক ভাসে নীরে,
ওসে ক্ষণেক ভাসে নীরে,
আমি একদিনও না দেখিলাম তারে।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
সে আর লালন একখানে রয়,
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে,
আমি একদিনও না দেখিলাম তারে।

thanks steem-bangladesh 💝

thank you all❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Outstanding vai..apr tounge

Dhonnobad bhi.❤️

খুব প্রিয় একটা গান আমার

আমারও খুব প্রিয়

সুন্দর একটি পরিবেশনা