Movie Review || 11 March 2021 ||Scam-1992 || Harshad Mehta Real Story || web series 2020 ||

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম

@sajjadsohan

From:Bangladesh


𝓜𝓸𝓿𝓲𝓮 𝓡𝓮𝓿𝓲𝓮𝔀


মুভি রিভিউ হবে আর Web Series থাকবে না তা কি করে হয়। 2020 সালের Best ভাইরাল ওয়েব সিরিজ আজকের রিভিউ দিতে চলে আসলাম ।

Scam 1992

এই ওয়েব সিরিজের ৫ টি উপদেশ দেয়া হয়েছে।

  • Risk hai toh ishq hai
  • Chinta chita saman hoti hai
  • Success kiya hai? Failure k bad ka chapter
  • Profit dikhta hai toh har koi jhukta hai
  • Paisa poison ban sakta hai

যারা এই উপদেশগুলো বুঝতে পারবেন তাদের জন্য এই সাড়ে 9 ঘণ্টা সিরিজ।

scam1992review1200.jpg

Source

হার্ষদ মেহতা নামে একজন ব্যক্তি ছিলেন তার শেয়ার মার্কেটের কলঙ্কের গল্প ফুটিয়ে তোলা হয় এই ওয়েব সিরিজে। এটি একটি সত্যি ঘটনা।

scam 1992 theme song আর trailer মানুষের মন জয় করেছে।

source


ঘটনাটি মূলত শেয়ার মার্কেটের অন্ধকার জগতে। কিভাবে একজন লোক খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হতে পারে এবং সেই টাকা কিভাবে একটি মানুষের জীবন শেষ করে দিতে পারেন তা নিয়েই আজকের ওয়েব সিরিজ।

6.PNG


ঘটনা শুরুতে আমরা দেখতে পাই হার্ষদ মেহতা একটি গরিব পরিবারের ছেলে । বাবা-মা ভাই এবং তার বউ মোট 5 জনের একটি পরিবার। তাদের দুই ভাইয়ের অল্প কিছু আয়। এই অল্প আয়ের তাদের পরিবার ঠিকমত চলতে পারে না।


7.PNG


এখান থেকেই শুরু হয় তার কালো জগতের প্রবেশ। একটা সময় সে কালো টাকার একটি পাহাড় তৈরি করা।
4.PNGartworksuyA7QzI6V0Duchd3ziBtXQt500x500.jpg
source


তিনি ভাগ্যের চাকা পরিবর্তন করতে প্রথমবার চাকরির জন্য বোম্বেতে শেয়ার মার্কেটে একজন ব্রকার হিসেবে চাকরি নেন।

8.PNG


প্রথমত তিনি মার্কেটের কোন ভাষা জানতেন না তিনি আস্তে আস্তে মার্কেটের ভাষা শেখার চেষ্টা করল।

9.PNG


মার্কেটের ভাষা বোঝার পর তিনি এবং তার এক বন্ধু ও তার নিজের ছোট ভাই মানি মার্কেট এর ব্যবসা শুরু করেন।

pjimage111607505146.jpg


শেয়ার মার্কেট ভালভাবে বোঝার পর। তার পরিচিতি বিস্তারের পরে। তিনি শেয়ার মার্কেট ছেড়ে দিয়ে, প্রবেশ করেন মানি মার্কেটে। তিনি খুব অল্পদিনের মধ্যেই মানি মার্কেট এর ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন। তিনি খুব সহজে মানুষের ভরসা যেতে পারে এবং তাদের কাছ থেকে টাকা নিতে পার। তাই তিনি খুব অল্প সময়ের মধ্যে একজন ধনী মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন।

10.PNG



তিনি তার বিচক্ষণ বুদ্ধি দিয়ে অনেক ব্যাংকের টাকা আত্মসাৎ করেন। দু-একবার সে পুলিশের কাছে ধরা খায়। কিন্তু তার টাকার পরিমাণ এত ছিল যে দেশের সরকার তার হাতের মুঠোয়। তাই বছর দু একের মধ্যে সে আবার তার ব্যবসা শুরু করতে পারেন
11.PNG


তিনি তার একজন পার্টনার , যে তার সব গোপন কথা জানতো তার সাথে একদিন কিছু টাকার জন্য ঝগড়ায় লিপ্ত হয়। তখন তার পার্টনার নিজে বাঁচার জন্য পুলিশের কাছে সব বলে দেয়।

12.PNG

শেষ বয়সে তিনি তার ক্ষমতাকে কাজে লাগাতে পারেননি। তার হাতের মুঠোয় থাকা সরকারেও এখন তার পক্ষে নয়। বড় বড় নেতারাও এখন তার কোন কথা শুনেনা। শুরু হয় তার পতন।


শেষ বয়সে তাকে পুলিশ ধরে এবং বাকিটা জীবন তিনি পুলিশের হেফাজতে থাকা।

13.PNG


5.PNG

এভাবেই শেষ হয়ে যায় কালো টাকার পাহাড় । শেষ হয়ে যায় তার জীবনের কাহিনী ।

Full web series : https://www.imdb.com/title/tt12392504/?ref_=fn_al_tt_1

𝔼𝕟𝕕 𝕠𝕗 𝕊𝕔𝕒𝕞-𝟙𝟡𝟡𝟚

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!