Movie Review || 27 March 2021 || JOLLY LLB || Comedy, Drama || Movie 2013 ||

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম

@sajjadsohan

From:Bangladesh


𝑀𝑜𝓋𝒾𝑒 𝑅𝑒𝓋𝒾𝑒𝓌


ছোটবেলা এই মুভিটি দেখেছিলাম। আজ যখন ভাবলাম কি Movie Review করা যায়, তথন মনে হলো Comedy নিয়ে একটা Review করি, যার মাঝে অনেক কিছু শিক্ষার ও মজার জিনিস থাকবে। আমার মাথায় jolly llb এরই নামটি আসলো।

fe59f1eb8427b1e9ab210358c6b3795c.jpg

source

আমার পছন্দের একটি মুভির । এই মুভির বেস কিছু দৃশ্য এখন ও FB তে Memo
ছবি হিসাবে দেখানো হয়।


Jolly LLB Theatrical Trailer


Screenshot_7.png

JOLLY LLB

Year: 2013
Genre: Comedy, Drama
Director: Subhash Kapoor
Actors: Arshad Warsi, Amrita Rao, Boman Irani, Saurabh Shukla
Awards: 7 wins & 7 nominations.
Writer: Subhash Kapoor

মূলত আইন নিয়ে এই মুভি বানানো হয়। যার মাঝে বেস কিছু মজার দৃশ্য থাকবে।


1.png

কাহাসে আতেহে এই লোক।

এই ছবি দেখে অনেকের একটা memo মনে পরবে।
এই মানুষটি হলো এই মুভির Hero হিসাবে দেখানো হয়। তিনি গ্রামের একজন নতুন উকিল। কেউ তাকে দাম দিতো না।


3.png

একদিন গ্রাম থেকে শহরে চলে যায় আমাদের হিরো।


2.png

মুভির শুরুতেই এটি গাড়ির চাপায় ৫ জন মানুষ মারা যায়।


Screenshot_4.png

তিনি হলেন মুভির ভিলেন। শহরের সব চেয়ে বড় উকিল। তার সাথে সব সময় ৩ জন PS ও একজন বডিগার্ড থাকে। তার জিবনের সব কেস তিনি বিজয় হয়েছে। এমনটি দেখানো হয়।

তার কারনে ৫ জন মৃত্যুর মামলাটি শেষ হয়ে যায় বিচার করা হয় না।


Screenshot_6.png

আমাদের মুভির হিরো, যখন নতুন করে এই মামলা শুরু করে। তখন মামলার আসামির বাবা , টাকা দিয়ে সব সাক্ষি ও উকিল মুখ বন্ধ করে দেয়। আমাদের হিরো কে ও কিছু টাকা দেয়া হয়।


Screenshot_11.png

হিরো কে একটি গাড়ি ও দেয়া হয়। কিন্তু হিরো রাজি হয় না। তিনি সত্যর জন্য লড়াল করবে। তিনি Gift করা গাড়িটি ভেঙ্গে ফেলে।


Screenshot_12.png

হিরো তাদের টাকা ফিরিয়ে দেয় এবং ৩ টি ইদুর ব্যগে করে তাদের জন্য gift হিসাবে পাঠিয়ে দেয়।


Screenshot_14.png

এমনটি হয় কিনা আমার যানা নেই। তবে মুভিতে মিথ্যা বলাতে তাকে মুরগি বানিয়ে রাখা হয়।


Screenshot_15.png

এতো দিনে আমাদের হিরো একজন বড় মাপে উকিল হয়ে যায় । তাই তাকে একজন বডিগার্ড দেয়া হয়। কিন্তু বডিগার্ড নিজেই চলতে পারে না। তাকে নিয়ে আমাদের উকিল সাহেব অনেক মজার কিছু দৃশ্য আছে মুভিতে।


Screenshot_17.png

আমি আমার জীবনে এমন বিচারপতি দেখিনি। মুভির মাঝে মজার একটি চরিত্র এই মানুষের । তিনি ২ উকিলের তর্ক শুনে নিজেই রেগে যায়।


Screenshot_21.png

শেষে আমাদের হিরো। তার বুদ্ধি দিয়ে কেস টি শেষ করতে পারে।
তার কথা শুনে সবাই খুশি হয়।

Movie link : https://www.imdb.com/title/tt2621000/?ref_=tt_mv_close

Youtube link :

cc:-
@steemitblog
@steemcurator01
@steem-bangladesh


,-'^'~-.,,.-~ 🎀 𝒯𝒽𝒶𝓃𝓀𝓈 🎀 ~-.,,.-~'^'-,

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!