The diary game. Season 3. 05 December 2020. Normal daysteemCreated with Sketch.

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম
@sajjadsohan
From:Bangladesh


সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ও ভালোই আছি। আমাদের এলাকায় আজ ভালোই শীত পড়েছে। আজ সারাদিন রোদের দেখা ছিলো না। ঠান্ডার মাঝে আজ ভালোই একটা দিন কাটলো। তো শুরু করা যাক আজকের Diary Game.


🆃🅷🅴 🅳🅸🅰🆁🆈 🅶🅰🅼🅴


░0░5░/░1░2░/░2░0░


সকাল


সকালটা শুরু হয় প্লাবনের ফোন পেয়ে। তখন সকাল ৭ টা বাজে। প্লাবনের ip তে একটু সমস্যা। সবকিছু ঠিক করতে করতে ৮ টা বেজে গেলো। আমার ২ ফোনে কথা বলতে থাকি এবং একসাথে কাজ করতে থাকি । কাজের মাঝে আমাদের বেশ কিছু সমস্যা হয়। এভাবে আমরা ১১ টা পযন্ত কাজ করলাম। তারপর আমি সকালের নাস্তা করলাম। খাবার পর আমি online আসলাম steem vote up করলাম। সবার পোষ্ট দেখলাম। এমন সময় প্লাবন ফোন করলো । বাসায় ভালো লাগেছে না। বের হবে, আমি ও বের হলাম জুবায়ের আসলো। আমরা মাঠে কিছু সময় বসলাম।


received_198926801773659.jpeg

সকালের ভালো একটা সময়, আমাদের মাঠের পাশে।[RCMF+3F Dhaka]


দুপুর


কিছু সময় পর আজান দিয়ে দেয়। ঠান্ডা ও অনেক ছিল। বাসায় যেতে হবে। আমরা চায়ের দোকানে বসলাম, চা খেলাম।


IMG_20201205_121136.jpg

চা[RCMF+4R Dhaka]


তারপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে গোসল করলাম। তারপর একটা কার্টন মুভি দেখলাম।
মুভি নাম: Dhira
মুভির একটা দৃশ্য

Screenshot_1.png

রাজামশাই


মুভিটা কাহিনি কাল্পনিক ছিলো। তবে আমি ১০/১০ দিবো, কারন মুভিটার graphics দারুন ছিলো। খুব ছোট ছোট জিনিস গুলো ও নিখুত ভাবে বুঝা যাচ্ছিলো।
মুভি শেষ করে আমি দুপুরের খাবার খাই। খাবার শেষ করে আমি আবার কিছু সময় servey কাজটা করলাম। কিছুটা বিরক্তিকর কাজ , তবে বিকাল হবার আগ সময় আমি কাজ করতে থাকি।


বিকাল


বিকালে কিছুটা সময় বাসায় থাকলাম। ছোট কাজিনদের সাথে মজা করলাম। পরিবারের সাথে কিছুটা সময় থাকি। তারপর বন্ধুরা ফোন করছে আমি বের হই।


সন্ধা


আমারা আড্ডা দিলাম। কিছু বন্ধুদের ফোন করে বলাম ১৭ তারিখ আমাদের একটা plan এর কথা। থাকার জন্য, কেউ কেউ আসবে বললো কেউ কেউ আসবে না। আমরা মোট ২০ জন হলাম।

তারপর আমরা plan করলাম কিভাবে কিভাবে party করা যায়।


received_304549874116587.jpeg

আড্ডা[RCMF+4R Dhaka]


তারপর আমারা বাসায় চলে যাই।


রাত

বাসায় আসার পর আমি কিছু সময় YouTube video দেখি। ৯ টার সময় আমি আমার রাতের খাবার খাই। খাবার শেষ করে আমি কিছু সময় কাজিনদের সাথে কথা বলি। তারপর আমি আমার ঘরে আসি। ঘুমানো আগে আমি আমার পছন্দের নাটক দেখবো তার আমি ঘুমিয়ে যাবো।


,-'^'~-.,,.-~ 🎀 𝒯𝒽𝒶𝓃𝓀𝓈 🎀 ~-.,,.-~'^'-,

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের মাঠে আপনারা কি কি খেলাধুলা করেন?

আমরা এখন আর খেলি না ছোটরা খেলে।


Polish_20201009_015638739.jpg

Hi @sajjadsohan your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sm-shagor

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

thank u

চার দোকানে বসে কোন চা বেশি খান লাল চা না দুধ চা

রং চা