❤️❤️আমার ডায়েরি❤️❤️
১৯-০৭-২২ <
আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি । আমি আমার আজকের ডায়েরি লেখা শুরু করছি।
------সকালঃ সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি সকাল ১০ টা বেজে গেছে তারাতারি উঠে ব্রাশ করতে বাথরুম এ গেলাম ব্রাশ করা শেষে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর অামি অামাদের দোকানে চলে গেলাম দোকানে গিয়ে পিকচার তুললাম
লোকেশন ঃ m3f3+2jx badargonj,rangpur
তারপর দোকানে বেচাকেনা করতে করতে দুপুর হয়ে যায়। তারপর অাব্বু চলে অাসে অামি বাসায় চলে অাসি এসে গোসল করে নেই তারপর দুপুরের খাবার খেয়ে নেই অামার বন্ধু ফোন করে অামাকে বদরগন্জ এ ডাকে অামি বাসা থেকে রওনা দেই বদরগন্জের উদ্দেশ্যে তারপর নদির পাড়ে ঘুরতে যাই
লোকেশন m3f7+R7h,badargonj rangpur
নদির পাড়ে অনেকখন অামরা অাড্ডা দিলাম তারপর অামরা বাজারে চলে অাসলাম। এসে অামরা ফ্রেশ হয়ে নিলাম তারপর অামরা ক্যাফে তে গেলাম গিয়ে অামরা পিজ্জা অর্ডার দিলাম তারপর আমি পিকচার তুললাম
লোকেশন ঃ ------M3F5+VF4 Badargonj rangpur
তারপর পিজ্জা চলে অাসলো
লোকেশন ঃ M3F5+VF4
অামরা খাওয়া দাওয়া শেষ করে বাসয় চলে অাসলাম তারপর রাতে খেয়ে শুয়ে পরলাম।
এই হচ্ছে আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।
আপনি সুন্দর একটি ডায়েরি গেম উপস্থাপন করছেন। তবে ডায়েরি গেম ৩০০ শব্দের লেখা চেষ্টা করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
oh good post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit