ইঁদুর অপকারী প্রাণী৷ জমিতে ইঁদুর দেখতে পাওয়া যায়৷ এগুলো ছোট বড় উভয় সাইজের হয়ে থাকে৷ ইঁদুর বাসাবাড়িতেও দেখতে পাওয়া যায়৷ নেংটি ইঁদুর বেশি বাড়িতে দেখা যায়৷ এই ইঁদুর গুলো খুবই চতুর হয়৷ ইঁদুর সষ্য নষ্ট করে৷ ইঁদুর মানুষের কথা বোঝে৷ ইঁদুর বাড়ির ক্ষতি করে৷ ফসলের ক্ষতি করে৷ ইঁদুর দ্রুত বংশ বিস্তার করে থাকে৷ ইঁদুর নিধন করতে হয় নাহলে ফসল খেয়ে ফেলে৷ ধানের জমিতে ইঁদুর বেশি দেখা যায়৷ ধান পাকলে ইঁদুর ধান নিয়ে যায়৷ ধান তাদের গর্তে নিয়ে যায়৷ ইঁদুরের গর্ত খুরলো অনেক ধান পাওয়া যায়৷ ইদুর দেখতে ছোট সাইজের হয়৷ এদের ৪ টি পা ও একটি লেজ থাকে৷ এদের ছোখ দুটি৷ একটি মুখ৷ মুখের সামনে মোচ থাকে৷ ইঁদুরের দাঁত ধারালো হয়৷ এরা যেকোন জিনিস কাটতে পারে৷ ইঁদুর কাগজ পত্র কেটে নষ্ট করে।
Rat
last year by samir11 (53)