Hello friends
I am @selimreza1
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
🏆আমি আজকে আলোচনা করবো বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয় নিয়ে। 2005 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। এই জয়ের ফলে হতাশায় ডুবে থাকা বাংলাদেশ প্রাণ ফিরে পেয়েছিল। সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। যার প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশ ক্রিকেটের আজকের এই সাফল্য।
source
শত আঘাতে ক্ষত বিক্ষত টাইগাররা যেন ঘুমিয়েই পড়েছিল। তাদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভাগুলো বিকাশে বহু চেষ্টা সাধনা করেছেন ডেভ হোয়াটমোর। ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনিও। অবশেষে প্রলয়ঙ্করী সুনামি যে আঘাত হানে উপকূলীয় অঞ্চলে তার কিছুটা কম্পন বোধকরি এসে লেগেছিল টাইগারদের চেতনায়, হঠাৎ তুই জেগে ওঠে তারা। সবাইকে অবাক করে দিয়ে ঐদিনই কুপোকাত করে ক্রিকেট দুনিয়া এক পরাশক্তি ভারতকে। এরপর শিকার খোঁজার পালা। এমন টার্গেট এসে দাঁড়ায় টাইগারদের সামনে।
টেস্টে জেতা হয়নি, প্রথম জয় চাই টেস্টে।বহুকাঙ্খিত ঐতিহাসিক সেটির জয় অবশেষে শিকার করেছে টাইগাররা। বহু লাঞ্ছনা-বঞ্চনা হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছিল বাংলার টাইগাররা। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সেসব প্রশ্নের জবাব দিতেই তারা আহত বাঘের মত গর্জে ওঠে। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে কোন রকম সুযোগ না দিয়ে টানা পাঁচ দিনের এই টেস্টে প্রতিটা দিন ওই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে অসাধারণ জয় তুলে নেয় তারা 226 বিশাল ব্যবধানে।
জিম্বাবুয়ে দলটা ছিল একেবারে তরুণ,তারপরও প্রত্যেকটা ক্রিকেটারই ছিল অনেক প্রতিভা সম্পন্ন। ফলে এত সহজ ছিল না। এনামুল হক জুনিয়র এর একের পর এক বল গুলো যেন গলার মতোই এসে আঘাত হানে জিম্বাবুয়ের উইকেটে। জিম্বাবুয়ের লেয়ার ওয়াটার ব্যাটসম্যানদের চারপাশে ফিল্ডার সাজিয়ে সে চাপ তৈরি করে হাবিবুল বাশার সুমন এবং এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের ব্যাটসম্যান মফু এনামুলের স্ট্যাম্পের উপর বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গেলে ব্যাট ছুয়ে বল চলে যায় সিলি মিড অফে।
মুহুর্তের মধ্যে আশরাফুল উল্লাসে মেতে ওঠেন সতীর্থদের নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ। সে আনন্দ-উল্লাস ইতিহাসে লিপিবদ্ধ হয়। জয় আরও আসবে, আরো সফলতা হয়তো পাবে বাংলাদেশ। কিন্তু টেস্ট ইতিহাসে জয় তো সূচনার। 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভের পর খেলা হয়েছে 34 টি টেস্ট। বাংলাদেশ 2/1 টি টেস্ট ছাড়া ভালো খেলতে পারছিল না। আর জয় সে তো সোনার হরিণ।
এর আগেও একবার জয়ের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ কিন্তু আম্পায়ারদের কারচুপিতে মুলতানে পারেনি বাংলাদেশ জয় সূচনা করতে পাকিস্তানের বিরুদ্ধে। অবশেষে 2005 সালে অপেক্ষার প্রহর শেষে চট্টগ্রাম টেস্টে বিজয় পতাকা উড়ালো বাংলাদেশ। শুধু খেলোয়াড়রাই কেন গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকদের বিজয় উল্লাসে কাল কম্পিত হয়েছিল এমএ আজিজ স্টেডিয়াম ছুটে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বোর্ড প্রেসিডেন্ট সহ আরো অনেকে।
সবাই খেলোয়াড়দের বুকে তুলে নিয়ে বাহাবা দিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার। চট্টগ্রামে টেস্টের প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 488 রানের পাহাড় গড়েছিল। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 312 রানে অলআউট হয়েছিল। এরপর চতুর্থ দিনে একদিনের ম্যাচের মতো ব্যাটিং করে 204 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় জিম্বাবুয়ের 381 রান আর বাংলাদেশের দরকার 10 উইকেট।
এ লক্ষ্যে খেলতে নেমে ওইদিন বিকেলে তিন উইকেটের পতন ঘটায় বাংলাদেশ। এরপর পঞ্চম দিনে মাসাকাদজা ও টেলর দেখেশুনে শুরু করে 115 রানের দলীয় স্কোর নিয়ে বিচ্ছিন্ন হয়। টেলর প্রথমে আউট হন এনামুলের বলে লেগ বিফোর হয়েছিলেন। এরপর ডেনজারম্যান তাইবু এসে আউট হয়ে যান এনামুলের বলে। সহজ জয়ের টার্নিং পয়েন্ট টা এখানেই, এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে 154 রানে গুটিয়ে দেয় টাইগাররা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস। এর আগে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ খেলেছিল 6 টি টেস্ট এর মধ্যে দুইটিেত ড্র আর সবকটিতেই পরাজিত হয় বাংলাদেশ।
অনেক সুন্দর হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের প্রথম টেস্ট জয় নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্ট সুন্দর হয়েছে,খুব সুন্দর লিখছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি জয়। ভালো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
For general information about what is happening on Steem follow @steemitblog.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit