The diary Game ||15 December 2021 || 30% to @hive-138339

in hive-138339 •  3 years ago 


আমার ডায়েরি

রোজঃ বুধবার ।
তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২১ ইং

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।

IMG_20211214_135850~4.jpg

জাতীয় পতাকা



সকাল

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজ ও সুন্দর একটা সকাল পেয়েছি। সকালে ঘুম উঠে আগে স্টিম বাংলাদেশ কমিউনিটি এর প্রোফাইল চেক করলাম।কিছু সদস্যদের কমেন্ট এর রিপ্লাই দিয়ে নেট থেকে বের হয়ে গেলাম। তারপর উঠে ব্রাশ করে ফ্রেস হয়ে আমার রুমে চলে আসলাম। রেডি হয়ে অফিসে চলে আসলাম। অফিসে আজ তেমন কোনও কাজ নাই তাই বাসায় চলে আসলাম নাস্তা করার জন্য। নাস্তা করে একটু গেমই খেলে তারপর অফিসে চলে গেলাম। অফিসে কিছু সময় ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্য চলে আসলাম।



দুপুর

অফিসে থেকে এসে ফ্রেস হয়ে আমার রুমে চলে আসলাম। একটু রেস্ট করে গোসল করে নিলাম।বাসায় কেউ নাই আব্বু আর ছোট বোন গ্রামের বাড়িতে গেছে আর আম্মু অফিসে। আমি খাবার খুলো গরম করে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কিছু সময় রেস্ট করে আবার ও অফিসের উদ্দেশ্য রওনা দিলাম। অফিসে গিয়ে দেখি ১৬ ডিসেম্বর এর বিভিন্ন লোকোমোটিভ সাজাতে হবে তার কার্যক্রম চলছে।

IMG_20211214_135716~2.jpg

১৬ ই ডিসেম্বর এর কার্যক্রম চলছে এগুলো দিয়ে লোকোমোটিভ সাজানো হবে

পার্বতীপুর লোকোসেড থেকে পঞ্চগড় এবং চিলাহাটি এই দুই স্টেশনে লোক পাঠানো হবে লোকোমোটিভ সাজানোর জন্য।



বিকেল

বিকালে অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেস হয়ে নিলাম। আমার এক বন্ধু ফোন দিলো কোথাও যাবো কি না বললাম না, ফ্রি আছি আমি। বলল আজকে খোলাহাটি যাবো সন্ধ্যার একটু আগে আমি আমার বন্ধুকে আসতে বললাম। এদিকে আমি ফ্রেস হয়ে বাসায় রেস্ট করতে লাগলাম। সন্ধ্যার একটু আগে আমি রেডি হয়ে নিলাম খোলাহাটি যাওয়ার উদ্দেশ্য।



সন্ধ্যা

এদিকে সন্ধ্যার দিকে আমার বন্ধু এসে হাজির আমি ও তার বাইকে উঠে বসলাম। এই শীতে খোলাহাটি যাওয়ার কি যে কষ্ট যে রাতে বাইকে গেছে সেই জানে কত মজা। প্রচুর বাতাস আর শীত। কষ্ট করে যেতে যেতে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। দেখলাম এক দোকানদার গরম গরম পুরি ভাজছে আমরা গিয়ে বসে পড়লাম।

IMG_20211214_190521~2.jpg

গরম গরম পুরি ভাজা

পুরি খাওয়া শেষ করে আমরা খোলাহাটি বাজারে কিছু সময় ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে দেখলাম এক দোকানে গরম গরম বড়া ও বেসন ভাজছে আমরা গিয়ে হানা দিলাম।

IMG_20211214_191141~2.jpg

বড়া ভাজা

খাওয়া শেষ করে আমরা পার্বতীপুরের উদ্দেশ্য রওনা দিলাম। আসার সময় গ্রামের রাস্তা দিয়ে আসেছি তাও ফাকা মাঠে প্রচুর বাসাত লাগছে।অবশেষে অনেক কষ্ট করে বাসায় এসে পৌঁছে গেলাম। আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে গেলো আর আমার বন্ধু বাসায় চলে গেলো।



রাত

বাসায় এসে ফ্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর সোজা কম্বলের নিচে চলে গেলাম।এতে শীত করছে বলার মতো না। কিছু সময় থাকার পর আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিলো আমি গিয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম।



এইছিল আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুরিগুলো কোন দোকানের।

খোলাহাটি ভাই

অনেক সুন্দর একটা দিন কাটিয়েছেন। ছবি গুলো সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই

মহান বিজয় দিবস উপলক্ষে অনেকেই পতাকা দিয়ে বিভিন্ন জায়গা সাজিয়েছে। খুবই সুন্দর ভাবে সাজিয়েছে আপনারা ও

ধন্যবাদ ভাই

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club-5050 if you haven’t joined yet



Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই। আমাদের মাঝে সুন্দর একটি দিন শেয়ার করেছেন এবং ১৬ ই ডিসেম্বরের খেলাধুলাআপনাদের ওই দিকে।

ধন্যবাদ ভাই

Have a wonderful day. The pictures have been quite beautiful.

Thanks bro