MY STEEMIT AWARDS NOMINATION (2021)//(16-12-2021)

in hive-138339 •  3 years ago 

হ্যালো বন্ধুরা

আমি @shohel44 বাংলাদেশের নাগরিক



আসসালামু আলাইকুম। আপনারা সবাই আল্লাহর রহমগে মতে ভালোই আছেন। আমিও ভালো আছি। @steemitblog ঘোষণা করেছেন # steemaward2021 আ্যাওয়ার্ড দিবে। সেরা লেখক,সেরা অবদানকারী এবং সেরা সম্প্রদায়কে। এ বছরে অনেক জন ভালো কাজ করেছে। নিচে তাদের নিয়ে আমার মতামত শেয়ার করছি।



A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1YeNzLvAKvzDK8HVkTEd9hjKQUD8WsoZLUVBCxR8XEk13buCQJLnKzznNXc2...x1bDVMdX9Dgj4TcXFHFSiEHXAT6fmn7HXREzX1HRP8R54iciDqYG2dCujvrsLVQZ7wp8SickFWvVXwBu7zdgw7GJRZZLsnmkPcV9x2Q6UcZfgzzgPKH7YuVRx.jpeg



Screenshot_20211216-145651_Chrome.jpg



সেরা কমিউনিটিঃ-

steem bangladesh

বাংলাদেশের প্রথম সফল কমিউনিটি। এই কমিউনিটিতে আমার কাজ করতে খুবই ভালো লাগে। এই কমিউনিটিতে কোয়ালিটি সমপন্ন পোষ্ট করা হয়৷ কমিউনিটিটি সঠিক নিয়ম-কানুন দ্বারা পরিচালিত হয়। steem-bangladesh কমিউনিটি এই জন্য এতো গ্রহণযোগ্য পেয়েছে। steem-bangladesh কমিউনিটিতে ৪০৮৫ হাজার সাবস্ক্রাইব রয়েছে। এবং খুবই দুরুক্ত কমিনিটির অ্যাক্টিভ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।



steem-bangladesh কমিউনিটিতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এজন্য আমার কাছে মনে steem-bangladesh কমিউনিটিটি সেরা।



সেরা অবদানকারীঃ-

আমি এখন সেরা একজনকে ঘোষণা করবো। আর সে হলো @toufiq777 steem-bangladesh কমিউনিটির মডারেটর৷ তার জন্যই আজ বাংলাদেশের প্রথম সফল কমিউনিটি হচ্ছে steem-bangladesh। তার মধ্যে সমস্ত গুণাবলি রয়েছে। তিনি সততার সাথে কাজ করে যাচ্ছেন। আর এজন্য এই কমিউনিটিএি এতোদূর এগিয়ে গেছে। এছাড়াও অনেকের অবদান রয়েছে৷ তিনি আসলেই এই কমিউনিটির সেরা অবদানকারী।

Screenshot_20211216-152842_Chrome.jpg



সেরা লেখকঃ--

@toufiq777 আমার মতে সেরা লেখক। তার পোস্টগুলো অধিকাংশ সময়ই কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। আর তার পোস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারি৷ এজন্য অনেকের কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। কারণ তিনি অন্যদের পোস্টে ভালো ভালে কমেন্ট করেন। এতে অনেকে কাজ করার উৎসাহ পায়৷ আর ভালো ভালো পোস্ট করে। আমরাও তার পোস্টগুলো লক্ষ্য করার সবসময় চেষ্টা করি৷ এজন্য আমার কাছে সেরা লেখক হচ্ছে @toufiq777



লেখাতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন৷

ধন্যবাদ সকল ইস্টিমিট বন্ধুরা
লেখকঃ- @shohel44

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!