আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ ২৭ ই অক্টোবর ২০২১। আমি আজকে ডায়েরিতে আমার সমস্ত দিনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।
সকাল
আজকে সকালবেলা একটু লেটে ঘুম ভেঙ্গে গেছে।ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার জন্য বাইরে যাই। বাইরে যাই ৩০মিনিট হাঁটাহাঁটি করার পরে হালকা কিছু ব্যায়াম করি তারপরে বাসায় চলে আসি।বাসায় চলে আসে গোসল দিয়ে ফ্রেশ হয়ে নিই। হওয়ার পরে নাস্তা করি।নাস্তা করার পর আমি রেডি হই অফিসে যাওয়ার জন্য।অফিসে যাওয়ার জন্য বাহির হই।এই সময় আমার বন্ধু ফোন দেয়। ফোন দিয়ে বলে তুই যখন অফিসে যাবি তখন আমায় একটু লিফট দিছ আমি স্টেশনে নামবো।তারপর আমি আমার বন্ধুকে স্টেশনে নামায় দিয়ে আমার অফিসে চলে যায়।
দুপুর
দুপুরবেলা অফিসে লাঞ্চের সময় আমি আজকে অফিসেই লাঞ্চ সেরে নেই। লাঞ্চ সেরে নেওয়ার পরে অফিসে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে আবার অফিসের কাজ শুরু করি।অফিসের কাজ শেষ হয়।তারপর আমি আমার বসের সাথে মার্কেট ভিজিটে যাই।মার্কেট ভিজিট ইতিমধ্যে মার্কেট ভিজিট করা শেষে মার্কেট ভিজিট করা শেষ হওয়ার পরে আমি আবার বসের সাথে অফিসে চলে আসি অফিসে চলে আসে আমার ছুটির সময় হয়ে গেলে আমি আমার বাসার দিকে রওনা হই।
আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে একটু ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে নেয়ার পরে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে বাইরে হাঁটাহাঁটি করি বাইরে হাঁটাহাঁটি করার পরে আবার বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে হালকা কিছু নাস্তা করি।নাস্তা করার পরে বাজারের উদ্দেশ্যে রওনা হই বাজারে আসে বন্ধুদের সাথে আজকে খেলা দেখছিলাম।আজকে খেলা দেখে মনটা খুবই খারাপ কারণ বাংলাদেশের দ্বীপ পারফরম্যান্সে এত খারাপ পারফরমেন্সে আমি কখনই দেখিনি।খেলা শেষ করে বাসার জন্য কিছু কাঁচা বাজার নিয়ে বাসায় রওনা দেই।
Best Regards
@shs2