আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ ২৮ ই অক্টোবর ২০২১। আমি আজকে ডায়েরিতে আমার সমস্ত দিনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।
সকাল
প্রতিদিনের ন্যায় আজকেও অ্যালার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ি।এবং বাইরে যাই বাইরে যায় ২০ মিনিট হাঁটাহাঁটি করি।হাঁটাহাঁটি করার পরে বাসায় চলে আসি।আসে গোসল দিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করি। নাস্তা করার পরে অফিসে যাই।ইতিমধ্যে আমি অফিসে চলে আসি।
দুপুর
আজকে অফিসে মোটামুটি ভালই কাজের চাপ ছিল তার কারণটা হচ্ছে আজকে বৃহস্পতিবারের দিন।কাজ করতে করতেই লাঞ্চের সময় হয়ে যায়।আমি বুঝতেই পারিনি যে লাঞ্চের সময় হয়ে গেছে। একটু পরে আমি লাঞ্চ সেরে নেই।লাঞ্চ করার পর একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিয়ে হালকা কিছু কাজ ছিল শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই।তারপর বাসায় চলে আসি বাসায় চলে আসে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে বাইরে কিছু সময় হাটাহাটি করলাম।আজকে অবশ্য অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি বাসায়।আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসার কারণে আমি হাতে একটু সময় পেয়েছিলাম।তাই আমি আমার ধানের জমি গুলো দেখতে গেছিলাম।দেখে ভালই লাগলো আলহামদুলিল্লাহ আমার জমির ধান গুলো খুব সুন্দর হয়েছে।তারপর সেখান থেকে আবার আমি বাসায় চলে আসি।
একটু পরেই বাজারে চলে যাই।বাজারে যাওয়ার পরে। আজকে তেমন বাজারে যাওয়ার কোনো কাজ ছিল না। তার পরেও বাজারে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্যে। তারপর আমি আমার বন্ধুদের সাথে বাজারে একটু ঘোরাফেরা করে চায়ের দোকানে যায় বন্ধুদের সাথে চা খেয়ে নিলাম।তারপরে আর কিছু সময় বাজারে ঘোরাফেরা করার পরে বাসার দিকে রওনা হলাম।ইতিমধ্যে বাসায় চলে।বন্ধুরা এই ছিল আমার আজকের দিনের ডায়েরি।এভাবেই শেষ হয়ে যায় আমার আজকের দিনটা।
Best Regards
@shs2