আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল । আজ ২৯ ই অক্টোবর ২০২১। আমি আজকে ডায়েরিতে আমার সমস্ত দিনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি।
সকাল
আজকে আমি ঘুম থেকে প্রায় ১০ টার দিকে উটছিলাম।আজকে ঘুম থেকে উঠার কারণ হচ্ছে আমার অফিস আজকে অফ ছিল।তারপর আমি ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা করি সকালের নাস্তা কি ছিল ডিম খিচুড়ি।নাস্তা করে আমি বাজারে যাই কিছু কাঁচা বাজার নিয়ার জন্য।তখন প্রায় এগারটা বাজে।
বাজারে গিয়ে আমি বাসার জন্য ফুলকপি. আলু. বেগুন. এবং কাঁচা মরিচনেই।কাঁচা বাজার করে আমি আবার বাসায় চলে আসি।আজকের দিনটা ছিল শুক্রবার ইতিমধ্যে আযান দেয় আমি নামাজ আদায় করার জন্য গোসল করে আবার মসজিদে চলে যাই।
দুপুর
মসজিদ থেকে আসে আমি দুপুরের খাওয়া করি ।দুপুরের খাওয়া করে রুমে যাইয়ে একটু শুই। শোয়ার পরে ফোনে ইউটিউব দেখি ইউটিউব দেখার পরে একটু গেম খেলছিলাম।কিছুক্ষণ গেম খেলার পরে আমার একটু ঘুম ধরছিল প্রায় এক ঘণ্টা ঘুমিয়ে যাই আমি।ঘুম থেকে উঠে আমি এ ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে আলকা কিছু নাস্তা করিনি নাস্তা করার পরই।আজকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি খেলা ছিল আমি খেলা দেখতে আমার বন্ধুর দোকানে ছিলাম দোকানে যেয়ে খেলা দেখলাম খেলা দেখি একটু খারাপ লাগলো বাংলাদেশ হেরে গেল।
খেলা দেখার পরে না বন্ধুরা মিলে আজকে জালমুরি বাদাম খেয়ে ছিলাম।মুড়ি মাখা টা খুব ভালো লাগছিল মুড়ি মাখা টা আমার একটা পছন্দের খাবার।তারপর সেখান থেকে আমি আমার মামার সাথে বাজারে যাইয় বাজারে যাইয়া মামার সাথে দোকানে চা খাই চা খাওয়ার পরে মামার সাথে আবার বাসায় চলে আসি।তারপর আমি আমার মামাকে আমার মামার বাসায় নামিয়ে দিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা হই।
ইতিমধ্যে আমি আমার বাসায় চলে আসি।বাসায় চলে আসার পরে ফ্রেশ হয়ে আমি বিছানায় শুয়ে পড়ি।শুয়ে শুয়ে আমি ইউটিউবে একটি মুভি দেখছিলাম। মুভিটির নাম হচ্ছে এভেটার এই মুভিটি আমার খুব একটা পছন্দের মুভি আমি এই মুভিটি অনেক কয়েকবার দেখেছিলাম তারপরেও ভালো লাগেআমি মাঝেমধ্যে এই মুভিটি দেখি।
মুভিটির ইস্ক্রিন শুট
Best Regards
@shs2
সুন্দর একটা দিন কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit