1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 09/08/2020 A rainy day

in hive-138339 •  5 years ago 

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
THE DIARY GAME এ আমার আরো একটি নতুন পোস্ট।
আজকের সকালের রোদ ছিল কিন্তু দুপুরের দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হল সেই বৃষ্টিতে আবহাওয়া অনেক শীতল হয়ে গেল এবং আমরা রোদের তাপমাত্রা থেকে একটু প্রশান্তি পেলাম।
IMG_20200809_124128.jpg
বৃষ্টিতে আমি এবং আমার বন্ধু গোসল করেছি এবং ছোট বাচ্চারাও গোসল করতে ছিল।
IMG_20200809_124442.jpg

IMG_20200809_124436.jpg

IMG_20200809_124224.jpg
আমরা খুব মজা করেছি বৃষ্টিতে গোসল করা ভালো কিন্তু বেশি গোসল করলে অসুস্থ হয়ে যেতে পারেন।
তাই আমরা বেশি সময় ধরে বৃষ্টিতে ভিজিনি কিন্তু যতক্ষণে আমরা বৃষ্টিতে ভিজেছি স্বল্প সময়ের জন্য হলেও আমরা মুহূর্তগুলো অনেক ইনজয় করেছি এবং আমাদের অনেক ভালো লেগেছে। তারপরে আমি বাসায় এসে আবার গোসল করি এবং পরিষ্কার হই। তারপর আমি আমার দুপুরের খাওয়া করি। আমাকে অনেক ভালো লাগে বৃষ্টি। বৃষ্টির দিনগুলো অনেক ভালো লাগে বৃষ্টি দেখতে যেরকম ভালো লাগে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। আপনাদেরকে বৃষ্টি কেমন লাগে জানাবেন।
![IMG_20200809_124401.jpg](UPLOAD FAILED)
অনেকের বৃষ্টি বোরিং লাগে কিন্তু আমাকে বৃষ্টি ভালো লাগে।
IMG_20200809_124401.jpg
বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত বৃষ্টি হলে আল্লাহর রহমত বর্ষণ হয় তাই আমাকে বৃষ্টি ভালো লাগে এবং বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায় আল্লাহর আল্লাহর রহমত বর্ষণ করে এবং এতে করে বেশি বেশি আমাদের আল্লাহর শুকরিয়া করা উচিত এবং আল্লাহর দরবারে দোয়া করা উচিত বৃষ্টি অতিপ্রয়োজনীয় অতিবৃষ্টি অনাবৃষ্টি অনেক ক্ষতিকর বৃষ্টির কারণে কৃষিকাজে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং বৃষ্টি কম হয় সে কারণে কৃষকদের দুর্ভোগ এবং কষ্টের সম্মুখীন হতে হয় বৃষ্টি ছাড়া ফসল উৎপাদন করা সম্ভব নয় বছর বৃষ্টি হয় না সেই বছর ফসল উৎপাদনে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং তাদের অনেক খরচ গুনতে হয় বৃষ্টি কম হলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এতে করে আমাদের সমাজের একটি দুর্ভিক্ষ চলে আসে এবং যেভাবে করে বৃষ্টি বেশি হলে অন্য নিম্নমুখী অঞ্চল গুলো আমাদের দেশে বন্যর সৃষ্টি হয়েছে এবং অনেক গরিব মানুষ ক্ষতির সম্মুখীন হতে হয়। তারা অনেক বিপদে পড়ে কারণ চারিদিকে শুধু পানি আর পানি পানির কারণে তাদের জীবন অচল হয়ে পড়ে।
শেষ কথা হচ্ছে আমাদের জীবনে বৃষ্টি অনাবৃষ্টি একে অপরের সাথে জড়িত এবং প্রয়োজনীয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!