1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 10/08/2020 Start the day with breakfast.

in hive-138339 •  4 years ago  (edited)

হ্যালো! আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।
এজন্য আমি আমার আজকের এই পোস্টটা আল্লাহর শুকরিয়া করে আল্লাহ নামে শুরু করলাম।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম বাড়ির পাশে এক ছোট্ট একটি খাবার হোটেলে সেখানে অর্ডার দিলাম দেখি পরোটা এবং সবজি সাথে ছিল লাল চা।
সে হোটেলের রান্না খুব ভালো এবং স্বাস্থ্যকর পরিবেশও ভাল ছিল। সেরকম খারাপ না। তাই ওখানে আমি আমার সকালের নাস্তাটা করলাম। সবজি টা অনেক ভাল ছিল সবজির সাথে ছিল ডাল।
IMG_20200815_125324.jpg
সবজি অনেক মজা লাগে আর পরোটা টা অনেক ভাল ছিল সাথে লাল চা। দারুন মজা হয়েছে এবং সুস্বাদু। খুব তৃপ্তি সরকারের সকালের নাস্তাটা শেষ করলাম।
সবচেয়ে বেশি ভালো লেগেছে লাল চা টা লাল চা খেয়ে আমি নিজেকে অনেক সতেজ অনুভব করছি এবং আমার কাল রাতের এবং দিনে যে পরিশ্রম করেছি এই লাল চা টা আমাকে আজ সারাদিন কাজে মনোযোগ দিতে এবং নিজেকে চাঙ্গা রাখতে সাহায্য করবে।
IMG_20200815_130528.jpg

IMG_20200815_130517.jpg
লাল চা খুব উপকারী আমি লাল চা টা প্রতিদিন সকালে এক কাপ এবং বিকালে এক কাপ করে এ লাল চা পান করি।
আমি লাল চা খেয়ে আমি নিজেকে সতেজ অনুভব করি তো চা টা আমাকে খুব ভালো লাগে আর নাস্তা খাওয়ার পর এক কাপ চা খাওয়ার মজাই আলাদা। চা খেয়ে নিজেকে খুব সতেজ মনে হয় এবং চাঙ্গা মনে হয়। একটা কোমল পানীয় মতনই আমাদের দেশে চা অনেক জনপ্রিয় একটি পানিয়। এই যা আমাদের অনেক উপকার করে কিন্তু অতিরিক্ত চা খাওয়া ঠিক নয়। আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভাল লিখেছো ভাই।তোমার পোস্টটা আমার অনেক পছন্দ হইছে।

আজ ১৫ তারিখ আর আপনি করছেন ১০ তারিখের পোস্ট 🤔