"আসসালামু আলাইকুম "কেমন আছেন সবাই! আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।
আজকে রাতের খাবার আমি আমার বন্ধু মিলে রান্না করলাম আমার বন্ধু আমাকে রান্না করতে সাহায্য করেছে সে না থাকলে আমি রান্না করতে পারতাম না রান্না করে আমরা একসাথে খেতে বসেছি এবং খাওয়াটা অনেক সুস্বাদু হয়েছে।
আমরা আল্লাহর রহমতে খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি এবং আমাদের ক্ষুধা মিটেছে।রাতের রান্না টা আজকে আমরা দুজন মিলে করেছি। আমার বন্ধু আমাকে রান্না করতে সাহায্য করেছে। আমি সেরকম ভালো রাঁধুনী না তারপরও চেষ্টা করেছি কিন্তু খাওয়ার পড়ে আমার বন্ধু বলেছে ভাল হয়েছে এতে আমি খুশি হয়েছি।
আমি পরবর্তীতে ভাল রান্না করার চেষ্টা করব আশা করি। আমি ভালো রাঁধুনী হয়ে উঠবো ইনশাল্লা! আমরা রান্নার সময় অনেক মজা করেছি এবং নতুন কিছু শিখতে পেরেছি। আমরা রান্না করেছিলাম ভাত আর আলু আর পটল এর সবজি আল্লাহর রহমতে রান্না টা ভালোই হয়েছিল। এবং রান্না করে আমরা একসাথে খাওয়া দাওয়া করি।
রান্নাবান্নার ক্ষেত্রে সব সময় পরিষ্কার পরিছন্নতা অবলম্বন করা উচিত এবং সবজি তরকারি সবসময় ধুয়ে রান্না করা উচিত। আমরা কাটার আগে সবজিটা ধুয়ে নিয়েছি এবং কাটার পরেও আমরা সবজিটা ধুয়েছি। তারপর আমরা যে পাত্রে রান্না করবো সেই পাএ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমরা পরিষ্কার পরিছন্নতা অবলম্বন করে আমরা রান্না করি। রান্না যেন স্বাস্থ্যকর, মজাদার হয় এবং আমাদের পুষ্টিগুণ বজায় থাকে সে ক্ষেত্রে আমরা খেয়াল রেখেছে। আশা করি আপনারা আমাদের পোস্টা দেখে অনেক খুশি হবেন এবং আপনারা যদি ভাল রান্না করতে পারেন এবং কি কি রান্না করতে পারেন আমাদেরকে জানাবেন। আমরা সে রকম ভালো রাঁধুনী না কিন্তু চেষ্টা করেছি ভালো করে রান্না করার। আমরা পরবর্তীতে আরো ভাল ভাল রান্না করব এবং পোস্ট দিব। আপনাদের কাছে আশা করি আমাদের এই পোস্টটা ভাল লেগেছে। আমাদের পোস্ট টা কেমন লেগেছে আপনারা জানাবেন।
অবশেষে রান্নাবান্না করার পরে আমরা খাওয়া-দাওয়া একসাথে করি তারপর আমরা সব থালা-বাসন একসাথে পরিষ্কার করে এবং ভাল করে ধুয়ে তারপর আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নেই এবং আমরা দুই জনেই ঘুমিয়ে পরি।আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আরো ভালো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Amora jokhon mas a thaktam, majhe majhe nijeder ranna kore khaito hoto. Akhon dingulo miss kori. Nije ranna kore khawar moddhe akta moja ace.
The reward from this comment is given in full 100% powerup. I urge you to do the same for the sake of the platform.
#onepercent #bangladesh
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
bro try to work regular its help you to get much curation
thanks for being with us
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit