The Diary Game - A Simple Day | | 18-12-2021 | | 30% benefit set to @hive-138339

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম


  • আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার গতকালের সারাদিনের কাজকর্ম এখন ডাইরি আকারে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

🌄 সকাল 🌄


20211202_085905.jpg

ম্যাক্রো ফটোগ্রাফি

সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে নিলাম। তারপর বাইরে গিয়ে দেখলাম অনেক বেলা হয়ে গেছে। ঘড়িতে দেখলাম সকাল সাড়ে আটটা বাজে। তারপর বাড়িতে এসে অল্প কিছুক্ষন বই পড়ে ভাত খেয়ে নিলাম। খাওয়ার পরেকটু বিশ্রাম নিয়ে মোবাইল চালানো শুরু করলাম। তারপর সকাল ১১ টায় বাশ বাগানে চলে গেলাম ক্রিকেট খেলতে। আমাদের দুইটি টিমের প্লেয়াররা উপস্থিত ছিলো বলে আলাদাভাবে প্লেয়ার ভাগ করতে হয় নি। তৎক্ষনাত খেলা শুরু করে দিলাম।

☀️ দুপুর ☀️


20211210_120928.jpg

করতোয়া ব্রীজ

খেলতে খেলতে দুপুর হয়ে গেলো। খেলা শেষ করে বাড়িতে এসে গোসল করে নিলাম। তারপর কিছুক্ষন রোদে দাড়িয়ে শরীরটা গরম করে নিলাম। তারপর গায়ে সরিষার তেল মাখলাম। এরপর আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আমার মোবাইলে শুয়ে শুয়ে ক্যান্ডি ক্রাস গেম খেলা শুরু করলাম। ক্যান্ডি ক্রাস গেমের ৫ টা লাইফ যখন শেষ হয়ে গেলো তখন বাইরে গিয়ে দেখলাম ছোটোরা মাঠে ফুটবল নিয়ে গেছে।

🕔 বিকাল 🕔


20211205_163521.jpg

শেষ বিকালে ফুটবল খেলার সময়

আমিও তাদের সাথে ফুটবল খেলতে গেলাম। প্রথমে আমি গোলকিপার ছিলাম। তারপর আর একজনকে কিওয়ার রেখে আমি সামনের দিকে খেলতে গেলাম। ম্যাচটা আমরা ৮-৬ গোলে জয়লাভ করেছি। খেলা শেষ করে দেখলাম যে আমার এক বন্ধু আমাকে মেসেজ দিয়ে বাজারে যেতে বলেছে। তাই সেখান থেকে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ফ্রেস হয়ে সোয়েটার পড়ে জমির হাটের উদ্দেশ্যে বের হলাম। জমির হাট যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলো।

🌇 সন্ধ্যা ও রাত 🌇


বাজারে গিয়ে কিছুক্ষন আড্ডা দিয়ে নাস্তা করে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে ফ্রেস হয়ে বই পড়তে বসলাম। বই পড়তে পড়তে রাত ৯ টা বেজে গেলে পড়া বাদ দিয়ে আমার রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবারো পড়তে বসলাম এইবার পড়া শেষ করলাম রাত এগারোটায়। পড়া শেষ করে মোবাইলে কিছুক্ষন ফেসবুক ও মেসেঞ্জার চালালাম। মোবাইল চালানোর পর রাত সাড়ে এগারোটায় শুয়ে পড়লাম।


তো বন্ধুরা এই ছিলো আমার গতকালের ডাইরি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।



ধন্যবাদ সবাইকে 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

onek shundor photography.....din tahle valoi kattece......

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।

আপনার ছবি গুলো অসাধারণ হয়🙂

আপনার দিন আসাকরি সুন্দর কেটেছে। খেলত্র আমিও অনেক ভালোবাসি।

সুন্দর একটা দিন কাটিয়েছেন।। ছবি গুলো সুন্দর হয়েছে।।

অনেক ভালো একটি দিন কাটিয়েছেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে

শেষ বিকেলে সুর্য্যস্তের সময় খেলার দৃশ্যটি খুব ভালো ছিলো ।দিনটিও ভালো ছিলো ধন্যবাদ।

ভাই আপনার ছবিগুলো খুবই সুন্দর হয়েছ। আপনি খুব সুন্দর ছবি তোলেন।

you have passed a great day and also captured some awesome photographs