আসসালামুআলাইকুম। আমি আজকে আমার দিনটা নানু আর মামার বকা দিয়ে শুরু করি। কারন হচ্ছে, আমি আজকে ১০টার দিকে ঘুম থেকে উঠেছি। আমি দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি প্রতিদিন, দেরিতে উঠি। আর বকা খাই।
Red rose
https://w3w.co/heap.unhelpful.cove
তো.. উঠে ফ্রেশ হয়ে বোন সহ নাস্তা করলাম। তারপর বিছানা গুছিয়ে। আমি রুম ঝাড়ু দিলাম। আর সব বোনগুলো মিলে হেঁটে আসলাম, তারপর আজকে অনেক শীত ছিল তাই আর রুম থেকেই বের হই নাই।
যোহরর আযান দিলে নামাজ পড়ে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আবার বিছানায় কম্বল মুরে বসেছিলাম। তারপর আসরের আযান দিলে নামাজ পড়ি। আর নানু চা করে দিল আমি আর আমার বোন মিলে খেলাম। তারপর মাগরীবের আযান দিলে, আমি নামাজ পড়লাম। তারপর আমার বোনদের সাথে বসে গল্পের আড্ডা বসালাম। নানান ধরনের গল্পের মধ্য দিয়ে এশার আযান দিল। তারপর নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিলাম।
আমার আজকের দিনটা বিছানায় কেটে গেল। আল্লাহ হাফেজ।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit