আসসালামুআলাইকুম।
আজকে আমি আমার দিনটা শুরু করি। নানুর একটা ডাকে। তা হলো, "ফজরের নামাজ তো পড়িস না, এই শীতে নামাজ পড়লে সকল রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায় " উত্তরে আমি ঘুমের ধানদায় বলছি " কানের কাছে প্যান প্যান করিও না তো সাত সকালে "। নানু পুরায় চুপ হয়ে যায় আর কথা বলে না।
তারপর বিছানায় শুয়েই মোবাইলটা নিলাম, আর দেখলাম আমার প্রিয় মানুষটির ম্যাসেজ। দেখে খুব ভালোই লাগল। কিন্তু দিনটা আমার শুরুতেই ভালো কাটল, শেষে মনটা খারাপ হয়ে গেল।
সারা দুপুর ওর সাথে কথা বললাম, কিন্ত সে আমাকে ভিডিও কল দিতে চেয়েছে কিন্তু আমি রাজি হই নাই। আর এজন্য সে আমার উপর খুব আভিমান করেছে। আর আমি যখন সরি বললাম, তখন সে আমাকে বলে, ভূলটা আমার তাই আমি ক্ষমা চাইব তুমি না। এটা শুনে আমার মাথায় আসমান ভেঙ্গে পড়ল।আমি ভাবতেই পাড়ি নাই সে আমাকে এমন করে বলবে।
তারপর ওর সাথে রাগ করে আমি মোবাইলের ডাটা অফ করে ওযু করে নামাজ পড়লাম। পড়ে আবার গেলাম। দেখালম সে ম্যাসেজ করেছে। আমকে বকলো। তারপর রাগে, অভিমানে আমাকে বাই বলে ঘুমিয়ে গেল।
আমিও আসরের নামাজ পড়ে বাহিরে হেঁটে আসলাম।
মাগরীবের আযান দিল। নামাজ পড়ে চুপ করে মন খারাপ করে বসে থাকলাম। এশার আযান দিলে নামাজ পড়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম।
আজকের দিনটা আমার এমন করেই কেটে গেল।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit