Hello everyone
I'm @sobuj28. I'm from #Bangladesh
- এটি হচ্ছে চাইনিজ থাই ও সিচুয়ান রেস্টুরেন্ট। এটি আমাদের জয়পুরহাট সরকারি কলেজের পাশেই অবস্থিত।
- এটি একটি বেকারি। এখানে সকল প্রকার বিস্কুট, কেক, চানাচুর, পাউরুটি ইত্যাদি জিনিস পাওয়া যায়।
- রাস্তার পাশে ভ্যানে করে একজন মানুষ লুঙ্গি বিক্রি করছেন।
- এটি একটি ফলের দোকান। এখানে সাধারণত কয়েক প্রকার বড়ই , আনারস ও বেল বিক্রি করা হয়।
- রাতে ট্রাক্টরে করে আখ বহন করে তিনি করে নিয়ে যাচ্ছেন একজন ট্রাক্টর চালক।
- দোকান থেকে একজন ভদ্রলোক গরম জিলাপি ক্রয় করছেন।
- রাতের আলোয় নতুন হাটের দৃশ্য। এটি জয়পুরহাটের মধ্যে একটি বিখ্যাত হাট।
- এটি একটি ফার্মেসি। এই ফার্মেসিতে সকল প্রকার ঔষধ পাওয়া যায়। যদিওবা ফার্মেসিটি ছোট কিন্তু প্রয়োজনীয় সকল ঔষধ তাদের সরবরাহ করা থাকে।
- দুজন কলা বিক্রেতা কলা বিক্রি করছেন। এখানে কয়েক প্রকার কলা পাওয়া যায়। যেমন :- চিনিচাম্পা কলা, সাগর কলা, মারবুক কলা ইত্যাদি।
ভ্যানে করে একজন মানুষ রাস্তার পাশে গেঞ্জি বিক্রি করছেন। দোকানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit