The Diary Game || 10 January 2022 || Monday

in hive-138339 •  3 years ago 

  • হ্যালো বন্ধুরা। সকলেই কেমন আছেন?আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।তো চলুন দেরি না করে আজকের ডায়েরিটি দেখে নেয়া যাক...

00000IMG_00000_BURST20220109151646240_COVER-01.jpeg

একটি কুকুরের ফটোগ্রাফি


সকালে ঘুম থেকে উঠলাম সাড়ে ছয়টার। মোবাইলে এলার্ম দেওয়া ছিল।সেই শব্দে ঘুম ভাঙলো। ঘুম থেকে পড়ার টেবিলে বসে পড়লাম ‌‌।এরপর পড়াশোনা শুরু করে দিই।আজকে থেকে কলেজে পরীক্ষা শুরু।আর আজকে বাংলা ১ম ও ২য় দুটো পরীক্ষাই আছে। অর্থাৎ দুই বিষয় মিলে ৫০ মার্কের পরীক্ষা। আটটা পর্যন্ত বই পড়লাম। আটটার পরও কিছুক্ষণ বই পড়ি।এরপর উঠে ফ্রেশ হয়ে নিই।ফ্রেশ হওয়ার পর মা ভাপা পিঠা তৈরি করেছিল সেটা খাই।ভাপা পিঠা খাওয়ার পর স্কুলের কাপড় পরে রেডি হতে শুরু করি।এরপর নয়টার দিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে।


IMG_20220110_091113.jpg


পথে বন্ধুদের সাথে দেখা করে সবাই মিলে কলেজে যাই।কলেজে গিয়ে পৌছাই সাড়ে নয়টার দিকে।এরপর সিটপ্লান দেখে চলে যাই ক্লাসরুমে।যেহেতু ৫০ মার্কের পরীক্ষা তাই পরিক্ষার সময় দেড় ঘন্টা। পরীক্ষা শেষ করে বাইরে বের হই সাড়ে এগারোটায়। বাইরে বের হয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই।এরপর কয়েকজন বন্ধু মিলে চলে আসি পার্বতীপুর নতুন বাজারে। সেখানে এসে মার্কেট থেকে আমি একটি হুডি কিনি।এরপর কিছু মাল্টা কিনে পার্বতীপুর টার্মিনালে চলে আসি। সেখানে এসে এক হোটেলে ঢুকে পুরি খাই।এরপর বাড়িতে চলে আসি। বাড়িতে আসতে প্রায় দেড়টা বেজে যায়। বাড়িতে এসে গোসল করে নিই।গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিই।এরপর পড়তে বসে পড়ি‌।প্রায় বিকেল পর্যন্ত বই পড়ি।


IMG_20220108_162352.jpg


এরপর বিকেলে একটু জমিবাড়ির দিকে যাই। সেখানে গিয়ে জমিক্ষেতে ঘোরাঘুরি করি। একটি পুকুরে খনন কাজ চলতেছে। সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে আসি।আজকে সারাদিন বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার দিকে ও তাই বিদ্যুৎ ছিল না।তাই সন্ধ্যার পর মোবাইলে কিছুক্ষণ বই পড়ি।এরপর বিদ্যুৎ আসে প্রায় আটটার দিকে। বিদ্যুৎ চলে আসলে পড়তে বসি।


  • তো বন্ধুরা এই ছিল আমার আজকের সারাদিনের কার্যাবলী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের কি ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে?

Yes Brother !🥰🥰

শীতের সকালে ভাপা পিঠা খেতে ভালোয় লাগে।পরীক্ষা কেমন হলো আপনার? সুন্দর লিখেছেন।

Valoi hocche vai... thanks a lot !!


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @boss75

JOIN WITH US ON DISCORD SERVER:

শীতের সময় ভাবা পিঠার কোনও জুড়ি না। শীতের সময় ছোট বড় সবাই ভাবা পিঠা পছন্দ করে। সুন্দর লিখেছেন আপনি।

Brother, is a pond being dug in that land or not? Brother wrote a beautiful diary