░▒▓█ ৭ জানুয়ারি ২০২১
░▒▓█ শুক্রবার
༺🄼🅈 🄳🄸🄰🅁🅈༻
◢◤◢◤ সকালবেলা ◢◤◢◤
Device : Vivo Y20 | সকালবেলার দৃশ্য
ঘুম থেকে উঠে হাতে ফোন নিয়ে দেখি আটটা বাজে।আরো তাড়াতাড়ি উঠতে চেয়েছিলাম। কিন্তু দেরি হয়ে গেল। ঘুম থেকে ফ্রেশ হয়ে নিই।এরপর মা চা করেছিলো তা খেয়ে নিই।চা খাওয়ার পর মোবাইল হাতে নিয়ে স্টিমিটে প্রবেশ করি।এরপর কিছু কমেন্টের রিপ্লাই দেই এবং অন্যান্য ইউজারের পোস্টে কমেন্ট করি।এরপর পড়ার টেবিলে বসে যাই। কিছুক্ষণ বই পড়ার পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়।তাই একটু বাইরে যাই। বাইরে গিয়ে এলাকার নদীর তীরের দিকে যাই। অনেক কুয়াশা ছিল বাইরে।সেদিকে গিয়ে রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করি।বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি বিদ্যুৎ চলে এসেছে।তাই আবারো পড়তে বসি।প্রায় এগারোটা পর্যন্ত বই পড়ার পর উঠে সকালের খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করার পর বাইরে গিয়ে মোবাইলে গেম খেলতে শুরু করি। অনলাইনে পেস ফুটবল গেমটি খেললাম।
Device : Vivo Y20 | আমার ভাগিনী হাঁসের বাচ্চার সাথে খেলা করতেছে।
◢◤◢◤ দুপুর ও বিকেল◢◤◢◤
দুপুরের আযান হলে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে একটু কাজ করার পর গোসল করে নিই।গোসল করার পর আমার এক বড় ভাই ও আমি গল্প করতে করতে জুমআর নামায আদায় করতে যাই। জুমআর নামায পড়া শেষ হলে সকলে মিলে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার আগে আমার এক বড় ভাই আমাদের এক জায়গায় ফুটবল খেলা দেখতে যাওয়ার কথা বলে।তো আমরা কয়েকজন যাওয়ার জন্য রাজী হই।সে অনুযায়ী বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই।রেডি হয়ে প্রায় আড়াইটার দিকে ভ্যানে করে বেরিয়ে পড়ি।
Device : Vivo Y20 | ভ্যানে করে ফুটবল খেলা দেখতে যাওয়ার সময় তোলা একটি সেলফি
যে জায়গায় ফুটবল খেলা হবে সে জায়গাটি আমাদের এলাকা থেকে প্রায় আধাঘণ্টার পথ। কিন্তু যাওয়ার মাঝ পথে আমাদের ভ্যানের একটু সমস্যা দেখা দেয়।সে জন্য আমাদের একটু দেরি হয়।আমরা ফুটবল খেলার মাঠে গিয়ে পৌছাই সাড়ে তিনটার একটু পর। সেখানে গিয়ে টিকিট কেটে মাঠের ভিতরে প্রবেশ করি।এরপর খেলা শুরু হয় চারটার দিকে। যেহেতু আজকে সেখানে উদ্বোধনী ম্যাচ তাই কথাবার্তা বলতে দেরি হয়ে যায়।খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন তারা হলেন দিনাজপুর জেলা দল ও রংপুর জেলা দল।খেলা শুরু হলে আমরা চেয়ারে বসে খেলাটি উপভোগ করি।এসময় আমরা বাদাম ও ঝালমুড়ি খাই।খেলা শেষ হয় পাঁচটা পনেরো মিনিটের দিকে।
Device : Vivo Y20 | ফুটবল খেলা শুরু হওয়ার আগের দৃশ্য
আর খেলায় দিনাজপুর জেলা দল ১-০ গোলে জয়লাভ করে।খেলা শেষ হলে আমরা আবারো ভ্যানে উঠে পড়ি এবং বাড়িতে চলে আসি।
◢◤◢◤ সন্ধ্যা ◢◤◢◤
বাড়িতে এসে পৌঁছাতে প্রায় সাড়ে ছয়টা বেজে যায়। বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে নিই।এরপর মা নুডলস্ রান্না করেছিল সেটা খাই।নুডলস খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে মোবাইল হাতে নিয়ে বসে পড়ি।এরপর স্টিমিটে প্রবেশ করে পোস্টটি লিখতে শুরু করি।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের সারাদিনের কার্যাবলী।দেখা হবে পরবর্তী ডায়েরি পোস্টে।সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোষ্ট লেখার ধরনটি অনেক সুন্দর হয়েছে। এছাড়াও আপনার তোলা ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আমিও ফুটবল খেলতে ভালোবাসি। ভালো একটি দিন কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে 💕💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit