আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি।
স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।
চলুন জেনে নেয়া যাক আমার আর্ট এর ধাপ সমূহ।
ধাপ ১ |
---|
আমি তেমন ভালো ছবি আঁকতে পারি নাহ।
তবূও একটু আঁকার চেষ্টা করছি মাত্র।
প্রথমে আমি চোখ আঁখি।
যদিও বা তেমন ভালো করতে পারি নাই।
আপনাদের আশীর্বাদ থাকলে আরো ভালো করে আকার চেষ্টা টুকুতো করতেই পারি।
ধাপ:০২ |
---|
এরপর আমি ভ্রু আঁখি।
এবং ভ্রু আকার সময় আমি পেন্টুল ব্যবহার করি।
ধাপ:০৩ |
---|
আমি এরপর নাখ ভালো করে আঁখি।
নাখ আঁকতে আমার একটু সময় লাগে।
কিন্তু কি করবো ভালোটাতো করতেই হবে।
ধাপ:০৪ |
---|
এরপর আমি মুখটা ভালো করে আকার চেষ্টা করি
মুখের উপরে একপ্রকার সৌন্দর্য্য ফুটে উঠে।
ধাপ:০৫ |
---|
এরপর যে স্টিপ সেটা হলো মাথার উপর দিয়ে সারি দেয়া।
কেমন করতে পারছি জানি না তবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আমি পুরো ছবিটাকে পেনটুল দিয়ে আঁকার চেষ্টা করি।
তাইতো কোনোরকম কালার করতে পারি নি।
তবে হাতে কলমে করলে অবশ্যই রং করতাম।
আপনাদের কাছে আমার বিশেষ চাওয়া যে আপনারা আমার এই ছবিটা কেমন হয়েছে একটু জানাবেন।
ধাপ:০৬ |
---|
এরপর স্টিপ হলো মাথার চুল।
এটাও আমি পেন্টুল দিয়ে আঁকি।
তবে মাথার চুল দেখে নিশ্চই আপনাদের মনে একটা কৌতহল সৃষ্টি হৈছে।
ভালো মন্দ আপনাদের উপরেই থাকলো।
আসা করি আমার আর্ট আপনাদের ভালো লাগবে।
সকলের সুসাস্থ কামনা করি।
*ধন্যবাদ সবাইকে * |
---|