Emergency Notice - (Last Warning - Please note the issues and share your comments with us)

in hive-138339 •  4 years ago  (edited)

জরুরী বিজ্ঞপ্তি

Polish_20210328_110540007.jpg

  • এখনও অনেকের power down ক্যানসেল করা হয় নাই৷ আজকে আমরা একটি লিস্ট তৈরি করবো৷ যারা ঐ লিস্টে থাকবে। তারা ২ মাস কোন প্রকার সাপোর্ট পাবেন না৷ এটাই শাস্তি।

  • আমরা কালকে বলছিলাম ডেলিগেশন করতে। আমাদের পাওয়ার না বাড়লে আমরা স্টীমিট ব্লগ থেকে কোন প্রকার সাপোর্ট পাবো না৷ এটা সবাইকে মাথায় রাখতে হবে৷ আর আমরা আমাদের সিস্টেমে কাজ করবো। ইনশাআল্লাহ সবাই সাপোর্ট পাবেন৷ আমরা আপনাদের সাপোর্ট করবো। কিন্তু আপনাদেরও আমাদের সর্বোচ্চ ডেলিগেশন করে সাহায্য করতে হবে।

  • প্রতি সপ্তাহে যতটুকু sp আপনাদের একাউন্টে ঢুকবে। সম্পূর্ণটাই steem-bangladesh community একাউন্টে ডেলিগেশন করার চেষ্টা করুন৷ এখানে আমাদের সবার ভালো হবে। আমাদের খুব দ্রুত পাওয়ার বৃদ্ধি করতে হবে। আমাদের প্রতি সপ্তাহে ডেলিগেশন কন্টেস্ট দেওয়া হবে৷ সেখানে সবাই পার্টিসিপ্যান্ট করবেন। এই সপ্তাহের ডেলিগেশন কন্টেস্টের লিংক

  • ডেলিগেশন যারা এখনও করেন নাই। তারা আপাতত steem-bangladesh community থেকে সাপোর্টের বাইরে থাকবেন। 10 sp থাকলে সেটাও ডেলিগেশন করুন৷ আমরা আপনাদের ডেলিগেশন রিউয়ার্ড দিব প্রতি সপ্তাহে। একাউন্টে ডেলিগেশন করার মত পর্যাপ্ত sp থাকার পরেও যদি আপনারা ডেলিগেশন না করেন। সেটাও আমরা লক্ষ্য করবো।

  • প্রত্যেকের পোস্ট পড়ুন৷ তারপর আপনার সামর্থ অনুযায়ী প্রত্যেকটি পোস্টে অন্তত ২ লাইনের কমেন্ট করার চেষ্টা করুন।

  • Plagiarism করবেন না৷ Plagiarism করে ধরা পরলে কমিউনিটি থেকে ডায়রেক্ট ব্যান করা হবে। আপনারা অনেকেই টপিকসের বাইরেও পোস্ট করে থাকেন৷ ঐ সব পোস্টেও যদি Plagiarism ধরা পরে। তাহলেও ব্যান হবেন। সাবধানে কাজ করুন।



যারা একাধিক একাউন্ট ব্যবহার করতেছেন। সাবধান। আমরা অনেক প্রমাণ পাইছি৷ কিন্তু কিছু বলতেছি না৷ আমরা ডাইরেক্ট আপনার সব একাউন্ট ব্যান করে দিব কোন ওয়ার্নিং ছাড়াই৷ তাই নিজে থেকেই সাবধান হন।

আজকে শেষ বারের মত আমরা বলে দিলাম৷ এরপর আমরা আপনাদের সাবধান করবো না৷ আমাদের স্টীমিট ব্লগ থেকে যেভাবে কাজ করতে বলছে৷ আমরা আপনাদের সেইভাবে দিক নির্দেশনা দিলাম৷ বাকিটা আপনাদের করণীয়। প্রত্যেকটি একাউন্ট সাপোর্ট করার আগে একবার চেক করা হবে৷ ডেলিগেশন না থাকলে কিংবা পাওয়ার ডাউন থাকলে সাপোর্ট পাবেন না।



Steem-bangladesh Community এর সকল সদস্য আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন৷

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  4 years ago (edited)

এটা সত্যিই অসাধারণ একটি প্ল্যানিং. আমি @steem-bangladesh প্রত্যেক কে রিকোয়েস্ট করব আপনারা সবাই অবশ্যই কিছু পরিমাণ SP Delegatiion করুন. এটা আমাদের সকলের vote পাওয়ার পসিবিলিটি আরো অনেক বেড়ে যাবে কারণ আমাদের @steem-bangladesh এর পাওয়ার বেড়ে যাবে আমাদের SP Delegatiion করার কারণে. আমি 550 SP Delegatiion করেছি আপনাদের করার অনুরোধ করছি.

image.png

ধন্যবাদ

That's nice

Vai ami to only 5 din kaj suru koresi ti amar account a kono steem power nai ti ami delegation korte pari ni. Tahole ki korte parbo ami jodi aktu bolten.

But akta jinis sure dite pari amar account a ja steem power hobe ami sob delegation korbo. 7 din time den vai asha kori delegation korar moto steem power arjon korte parbo.

অসুবিধা নাই৷ হলে করিয়েন

ধন্যবাদ ভাই। নতুন হিসাবে আমাকে সুযোগ দেওয়ার জন্য।

I am actually new in steemit and i can't understand anything what you say....what is delegation and how can i do all the things you told in the post

আমি 20 স্টিম পাওয়ার ডেলিগেশন করেছি, আশা করি সামনে আরও বেশি স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারব।

ধন্যবাদ

ডেলিগেশন কিভাবে করতে হয়?

@steembangladesh i,m new... Now i have only 10 sp. Can i delegate it..

Thanks ❤️

Dear @steembangaladesh community 500sp delegation Done.cheek it

Thanks ❤️

Delegated 75% amount of my total steem power. Insha-Allah will delegate more in the future.

@steem-bangladesh will rise again, Insha-Allah

ধন্যবাদ

kivave amio steem bangladesh community te join korte pari

Delegated 50 Steem Power.

ধন্যবাদ

bro jdr delegation korer power nei tara ki korbe

আপনার রেপুটেশন অনুযায়ী আপনার তো আইডিতে sp থাকার কথা৷ চেষ্টা করবেন যা পারেন ডেলিগেশন করার জন্য।

obosoi vaiya

@steem-bangladesh কমিউনিটির দৃষ্টি আকর্ষন করছি,

আমি ১০০ sp আগে ডেলিগেশন করেছি। আর আমার পাওয়ার ডাউন যেটা দেয়া ছিল সেটা কেন্সেল করে আজকে আরো ৭০ sp দিয়েছি। কিন্তু আনফরচুনেটলি ভুল করে ১৭০ না লিখে আমি জাস্ট ৭০ লিখেছি। আমি দুঃখিত। নেক্সট উইকে আমি টোটাল পাওয়ার ডেলিগেশন করে দিব।

IMG_20210402_155321.jpg

আর ইন্ড অফ দ্যা ডে, আমরা চাই কমিউনিটির মাধ্যমে সাপোর্ট পাওয়া আমাদের ছোট ছোট কন্ট্রিবিউশন এর মাধ্যমে, @steem-bangladesh কমিউনিটি আরো এগিয়ে যাক।

ধন্যবাদ ।

cc : @toufiq777 ভাই

সমস্যা নেই। কিন্তু পাওয়ার ডাউন ক্যানসেল করতেই হবে।

হ্যা পাওয়ার ডাউন কেন্সেল করা হয়েছে আলর‍্যাডি। ধন্যবাদ পাশে থাকার জন্য @steem-bangladesh

আমি ৭০ স্টিম পাওয়ার ডেলিগেশন করেছি।

Thanks

I have delegated 300 SP maybe it would be helpful for us.
image.png

ধন্যবাদ

আমি 20 স্টিম ডেলিগেশন করেছি

আপনার টোটাল sp 96। আমরা আমাদের সবার ভালোর জন্য আপনাদের ডেলিগেশন করতে বলতেছি। আমাদের পাওয়ার বাড়লে আমরা আবার সবাই সাপোর্ট পাবো

ভাই ডেলিগেশন করে কি লাভ হবে আমি আজ পর্যন্ত কোনদিন আপনাদের সাপোর্ট পাই নাই।আমার একটি পোস্ট ও top post এখনো আসে নাই।কি করব, তাই এখন আর top post এর জন্য পোস্ট করি না।প্রয়োজনে আপনি আমার পোস্টগুলো যাচাই করে দেখতে পারেন।

আমি ২৫০ sp ডেলিগেশন করেছি। সামনে পাওয়ার বাড়লে আরো করব।

That's a good idea to delegate the power that we are getting from the previous delegation. I will also try to do that.
Thanks for your support!

ভাইয়া।
আমার একাউন্টে শুধু ১৮ এসপি আছে!!

আমি কি আমার এই সবটুকু দিয়ে দিতে পারবো?

Yes, 15 koren

vaia ami delegation korte pari na!! kivabe korbo kindly janale valo hoto vaaia!! <3

i have already learned it from another blog. thanks for sharing brother! <3 take love,

agami soptah theke insah allah ami deligation continue korbo.sei sathe prothom 300 sp ddeligation korbo

Thank you

Toufiq vai ami delegation cancle krci but amar power 100% akn o hy ni.. Tai ami delegation krte pachi na...jdi amar power 100% hy tahle ami delegation krbo.....inssalha

Okay vae, problem nae

Thank u vai.....

160 done..

ধন্যবাদ

ধন্যবাদ ভাই আপনার সুন্দর পরামর্শের জন্য।
ইনশা-আল্লাহ আপনার পরামর্শ মতো চলার চেষ্টা করবো। সাথে রাখবেন আর ভালোবাসা নিয়েন।

ভাই আমি ৩০ sp ডেলিগেশন করেছি হয়েছে কি বুঝতে পারছিনা।

Hoece

আমার এসপি কম থাকায় বিধায় শুধু ৮ এসপি দিলাম! ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো বেশি করে ডেলিগেশন করবো!

ধন্যবাদ!

Screenshot 2021-04-02 223938.png

কিভাবে ডেলিগেশন করতে হয়?

Steemworld a dukhen

আমারতো ১৫ এসপি আছে।এটা ডেলিগেশন করা যাবে?

can i delegate 15sp?

vai jader delegation korer power nei tara ki korbe?

আমার 100 এসপি ডেলিগেশন করা ছিল। কিন্তু একবারও কমিউনিটি থেকে ভালো কোনো সাপোর্ট পাইনি। কিছুদিন আগে ডেলিগেশন ক্যানসেল করেছি। যদি সাপোর্ট পেতাম তাহলে আরো ডেলিগেশন করতাম।

এখন করেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন৷ আমরা যতটুকু পারি সাহায্য করবো

Dear @steembangaladesh community 50sp delegation Done.cheek it

সব নিয়মগুলি অবশ্যই আমাদের ভালোর জন্য। তাই সবাই কম-বেশি যা sp আছে ডেলিগেশন করতে থাকবো। Thanks

Welcome

i declared my delegation to the steem-bangladesh community.

Thanks & best wishes for the community.
image.png

Thanks

steem-bangladesh ভাই, আমি গত কাল sp delegation করব। আজ আমার vote power নেয় বলে sp delegation করতে পারলাম না ভাই।

Problem nae, power down na thaklae hobe