Hard working lucky material

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

প্রথমেই @steembangladesh কমিউনিটি সকল মেম্বার মডারেটর এবং সকল অ্যাক্টিভ চেয়ারম্যানদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে @steem-for-future.

Parishram sobhagya prastuti,- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
জীবন কে সুন্দর এবং সঠিক করতে চান? সঠিক সময় বুঝে এবং আত্মবিশ্বাসের সাথে কঠোর পরিশ্রম করে যান.। # ইনশাল্লাহ,, উজ্জ্বল ভবিষ্যৎ আপনার হাতে ধরা দিবেই

20210601_234018.jpg

পরিশ্রম পরিশ্রম

পরিশ্রম আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।আমরা জীবনকে যদি সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে চায় তাহলে আমাদের সকলকে অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে। কেননা কঠোর পরিশ্রম ছাড়া কখনোই জীবনে উন্নত করা সম্ভব নয়।তাই জীবনকে সঠিক এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের কঠোর পরিশ্রমই হতে হবে!!!

কেউ যদি মনে করে যে পরিশ্রম ছাড়া আমি কোন একটা কাজ করতে পারব তাহলে সেটা তার সব থেকে বড় বোকামি হবে।কেননা যদিও সে ওই কাজটি করতে পারবে তার পরেও তার ওই কাজের মধ্যে দিয়ে কোন প্রকার সঠিক সম্ভাবনা পরিলক্ষিত করা কোনোভাবেই উচিত নয়। কেননা কোনো কিছু পেতে হলে আমাদের অবশ্যই কোনো কিছু দিতে হয়।

তাই আমি যদি কোন একটা কাজ সঠিকভাবে পেতে চাই তাহলে আমাকে অবশ্যই সেই কাজটি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে অর্জন করতে হবে। কোন কাজেই এমনি এমনিতেই পাওয়ার আশা করলে এবং সেখান থেকে জয়লাভ এর চিন্তা-ভাবনা করলে সেটি হবে সবথেকে বড় বোকামি

20210602_010846.jpg

চিত্রে যে ছবিটি স্পষ্ট ভাবে ধারন করা হয়েছে এটি হচ্ছে আমার নিজের কর্ম ক্ষেত্রে তোলা একটি ছবি.। বিশেষ করে আমি সাধারণত একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় তিন বছর যাবত কর্মরত আছি।যদিও আমার কর্মক্ষেত্র টি একটি গার্মেন্ট ফ্যাক্টরি তারপরেও আমি এই পোশাক শিল্প কারখানা উপর কঠোর ভাবে পরিশ্রম করে যাই।কেননা আমি মনে করি এই কঠোর পরিশ্রম আমার জীবনকে একদিন বদলে দেওয়ার জন্য কঠোরভাবে কাজ করে যাবে। রাতদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার জীবনকে সঠিক ভাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।

কেননা আমি বিশ্বাস করি জীবনে কত পরিশ্রম ছাড়া কোন কিছু করা সম্ভব হয়ে ওঠেনা।তাই জীবনের সঠিক বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।

আমি বিশ্বাস করি মানুষের ভালো-মন্দ তার সৃষ্টিকর্তার লিখুন।তারপরে মানুষ যদি চেষ্টা করে এবং তার সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আল্লাহর কাছে কিছু চাই অবশ্যই আল্লাহ তাআলা মানুষের ভাগ্য কি পরিবর্তন করতে পারে।

শুধু আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তন এর আশা করলে হবে না।তার জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে হবে।

20210602_010942.jpg

একটি প্রবাদ আছে

যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত

প্রকৃতপক্ষে যদি আমরা এই কথাটি বিশ্লেষণ করতে যায় তাহলে বারবার একই কথা উঠে আসে।, আর সেটি হল কঠোর পরিশ্রমই

উজ্জ্বল ভবিষ্যত এবং সঠিক মানসিক বিকাশের জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রমই হতে হবে।পৃথিবীতে আজ পর্যন্ত যে জাতি উন্নত করেছে তাদের মূলে রয়েছে কঠোর পরিশ্রমী এবং কঠোর নিজের বিকাশ। কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের সঠিক চিন্তা ভাবনা করতে হবে এবং সব সময় ভাবনাচিন্তা ভালো করতে হবে

যে কোন কাজ করার আগে আমাদের অবশ্যই কাজটি সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এবং মনোযোগ সহকারে এবং সঠিক প্রয়োগের মাধ্যমে যদি আমরা কাজটি করতে পারি তাহলে আমরা অবশ্যই সেই কাজের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে পারব। আমরা যদি কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাথে যে কোন কাজ করে থাকে তাহলে আমাদের যে প্রকৃত লক্ষ ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছাতে পারবো

পরিশ্রমের ফল

সুতরাং আমরা যদি আমাদের পরিশ্রমের ফল সুমিষ্ট করতে চায় তাহলে আমাদের অবশ্যই আত্মবিশ্বাস সাথে এবং সঠিকভাবে কঠোর পরিশ্রমই করতে হবে অবশ্যই সঠিক স্থানে.। তাহলে আমরা অবশ্যই সেই পরিশ্রমের ফল সুমিষ্ট করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারব

best regards

@Steem-bangladesh by @steem-for-future
Cc:; @steemcurator01 @booming01 @booming02

-------♥️🤝best of luck🤝♥️-------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!