গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল

in hive-138339 •  3 years ago 

আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuznJTqKWwy5J6NgMM8QkbRYYtXWMq6DrBQ7MkCSR4wmvjo5YJqZjxs8nrXQgoJFjEmCMevvzo7oetKQPEikaDM8sCjSVFatU79YupS.jpeg

image.png

কিছু দিন থেকে লক্ষ করা যাচ্ছে আমাদের কমিউনিটিতে আগের মতো সবাই পোস্ট করে না এটা খুবই দুঃখজনক। আমরা সপ্তাহে ৪ টি কনটেস্ট দিয়ে থাকি যাতে আপনারা প্রতিটি কনটেস্ট এ সমান ভাবে অংশ গ্রহণ করেন কিন্তু অনেক মেম্বার আছে যারা সপ্তাহে ১ বা ২ টি পোস্ট করেন। আপনারা যদি ১ বা ২ টি পোস্ট করেন তাহলে সাপোর্ট নাও পেতে পারেন কিন্তু যদি সপ্তাহে ৪ টি পোস্ট করেন তাহলে আপনারা সাপোর্ট পেতে পারেন। আর যদি পোস্ট না করে এভাবে বসে থাকেন সপ্তাহে বা মাসে ২/৩ টি পোস্ট করেন তাহলে কমিউনিটির পক্ষ থেকে আপনারা সাপোর্ট নাও পেতে পারেন। তাই সবাই কে প্রতিটি কনটেস্ট এ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ।

image.png

It's been a while since we've noticed that not everyone in our community posts like we used to. We have 4 contests per week so that you can participate in each contest equally but there are many members who post 1 or 2 posts per week. You may not get support if you post 1 or 2 but you can get support if you post 4 times a week. And if you sit like this without posting and post 2/3 times a week or month, then you may not get support from the community. So thank you for inviting everyone to participate in each contest.

image.png

Post Courtesy: @shamimhossain


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা খুব ভালো সিদ্ধান্ত

সর্বদা কমেউনিটির পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি কনটেস্টে অংশগ্রহণ করব।

প্রায় সকলেই ভালো কন্টেন্ট তৈরি করে, পোস্ট করার জন্য সকলেই বেশ পরিশ্রম করে থাকে। এজন্য যারা এক্টিভ ইউজার তাদেরকে সমভাবে সাপোর্ট দেওয়া উচিত।আমি নিয়মিত পোস্ট করি কিন্তু সময়ের স্বল্পতার কারণে কনটেস্টে অংশগ্রহণ করতে পারি না।
আমি ডাইরি গেম বেশি পোস্ট করি। কিন্তু কমিউনিটির টপিকে ডাইরি গেমের মাত্র একটি কনটেস্ট হয়। এজন্য কমিউনিটিতে পোস্ট করা হচ্ছে না।যেকোন পোস্ট করার স্বাধীনতা থাকলে আমার মনে হয় অনেকেই এই কমিউনিটিতে পোস্ট করবে। বিশেষ করে যে কনটেস্ট গুলো দেওয়া হয় সেগুলো নিয়ে আগে গুগল এ ঘাটাঘাটি করতে হয়। তারপর পোস্ট লিখতে হয়,অনেক ঘাটাঘাটি করে পোস্ট লিখে সাপোর্ট না পেলে লেখকের মনটা একটু খারাপ হয়। তাই আমি মনে করি ডাইরি গেম টেন পিক বেটার লাইফ সম্পর্কিত পোস্ট গুলো নিয়মিত করলে ভালো হবে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা শুধু আমার মতামত দিলাম।@shamimhossain @shohanurrahman ভাই।

একটি কমিউনিটি পরিচালনা করতে হলে সব দিক বিবেচনা করে করতে হয় ভাইয়া। আর একই কনটেস্ট যদি বার বার দেওয়া হয় যেমন ডাইরি গেম, টেন পিক ইত্যাদি তাহলে কেমন করে হবে নতুন নতুন কনটেস্ট না দিলে কমিউনিটিতে নতুন পোস্ট হবে না। সবাই যদি একই জিনিস দেয় তাহলে তো আমাদের কমিউনিটি সমনে অগ্রসর হবে না। তাই আমরা চেষ্টা করি নতুন কিছু নিয়ে সামনে এগিয়ে যেতে। আশা করি সব কনটেস্ট এ অংশগ্রহণ করবেন ধন্যবাদ।

ভাই আমাদের প্রতিদিনের কষ্ট বিথা। আমি এ সপ্তাহ টা দেখবো। কি কন্টেস্ট দেন আর কিভাবে আমাদের পোষ্ট গুলো যাছাই করে আমাদের কিভাবে সাপোর্ট করেন আমাদের। তা আমরা দেখতে চাই। কিভাবে আমাদের নির্বাচন করবেন।দেখবো।

@solaymann ভাই অপনি বললেন যে আপনি ডাইরি গেম পোস্ট করেন। তবে আপনার চাহিদা অনুযায়ী কোন কমিউনিটি আপনার চাহিদার কন্টেস্টে ডাইরি গেম, টেন পিক, এ সব পোস্ট সব সময় করে না সেটা আপনি ভালো করে জানেন। কারন একই কন্টেন্ট রেগুলার পোস্ট করলে সাপোর্ট পাওয়াটা মুসকিল আমার মনে হয় এটা আপনার অজানা নয়। কারণ বুমি বা কিউরেটর টিম নতুন কন্টেন্টে বেশি আগ্রহি হয়। একারণেই আমাদের সাপোর্ট টি যাতে টিকে থাকে সে কারনেই এই ব্যবস্থা। আপনি তো অন্যান্য কমিউনিটিতে পোস্ট করেন তাহলে তো জানার কথা।

আশা করি আমার কথা গুলো বুঝতে পেরেছেন।

সাথে থাকার জন্য ধন্যবাদ।