আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।
আপনারা হয়তো জানেন কিছুদিন আগে Steemitblog থেকে একটি এনাউন্সমেন্ট দেওয়া হয়েছিলো। Steemit Engagement Challenge - Applications Invited এর। আমরাও সেখানে দরখাস্ত করেছিলাম। কিন্তু আমাদের কিছু ভুল কাজের কারণে আমরা সেখানে জয়লাভ করতে পারি নি। সবাই কিন্তু steemcurator01 and 02 এর ভোট আশা করেন। এখন এই দুই একাউন্ট থেকে ভোট পেতে হলে আমাদেড নিজেদের ভুলগুলো নিজেদেরকেই সংশোন করতে হবে।
ভুল কাজ গুলো হলঃ
আমরা যারা নিয়মিত পোস্ট করি, তাদের মধ্যে ৪০% একাউন্ট থেকে কোন মন্তব্য করা হয় না।
কমিউনিটির ৫০% পোস্ট ফাঁকা থাকে।
কমিউনিটিতে কারো সাথে কারো কমিউনিকেশন নেই। এটি বাড়াতে হবে একজন আরেকজনের পোস্ট মন্তব্য করে।
আমাদের কমিউনিটি ৬০% সদস্য নিজেদের একাউন্ট এর পাওয়ার ব্যবহার করেন না। সপ্তাহে অন্তত ৭০ টি ভোট দেওয়া দরকার। সেখানে ৬০% লোকের আইডি থেকে সপ্তাহে কোন ভোটই দেওয়া হয় না। একাউন্টের RC ১০০% থেকে যায়।
সপ্তাহে অন্তত চারটি কন্টেস্টে জয়েন করা চেষ্টা করতে হবে।
প্রতি সপ্তাহে বা মাসে ১ বার হলেও পাওয়ার আপ করতে হবে।
প্রত্যেকেই কমিউনিটি একাউন্টে পাওয়ার বৃদ্ধি চেষ্টা করবো। নিজের একাউন্টে ৫% বা ১০% পাওয়ার রেখে বাকি ডেলিগেশন করার চেষ্টা করবো। কমিউনিটি একাউন্ট এর যদি পাওয়া না বৃদ্ধি পায়৷ তাহলে কিসের ভিত্তি steemitblog আমাদের সাপোর্ট দিবেন। কমিউনিটিতে সাপোর্ট ধরে রাখতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
আমরা জুলাই মাসে আবার দরখাস্ত করবো৷ আমরা যদি সবাই একটু তৎপর হয় হই তাহলে আমরাও ইনশাআল্লাহ সাপোর্ট পেতে পারি।
বুমিং এর নিয়ম
একজন সদস্যকে এক কমিউনিটি থেকে ২ টির বেশি সাপোর্ট দেওয়া যাবে না।
পোস্ট অন্তত ১০০-১৫০ শব্দ হতে হবে। সেটা পাওয়ার আপ আর ডেলিগেশন পোস্ট যাই হোক না কেন ১০০-১৫০ শব্দ লিখতেই হবে। ২০-৩০ শব্দের পোস্ট কখনই মানসম্মত হয় না।
পোস্ট এর কোয়ালিটি ভালো হতে হবে।
আমাদেড সপ্তাহে ৪-৫ টি লিখিত কন্টেস্ট দেওয়া হয়। অনেকে সবগুলো কন্টেস্টে পার্টিসিপ্যান্ট করেন। আবার অনেকে ১ বা ২ টি কন্টেস্টে পার্টিসিপ্যান্ট করেন৷ অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি সপ্তাহে ৫ দিন পোস্ট করলো। কিন্তু সে একটি মানসম্মত পোস্ট করতে সক্ষম হয়েছেন। বাকি পোস্ট গুলো মানসম্মত হয় নি। আবার একজন ব্যক্তি সপ্তাহে ২ টি পোষ্ট করলেন, কিন্তু দুটি পোস্ট এর মানই ভালো হয়েছে। সেক্ষেত্রে সে যদি দুটি পোস্ট এ সাপোর্ট পায়। এটা কেউ খারাপ নজরে দেখবেন না। কারণ এখানে স্বজনপ্রীতি করা হয় না। এখানে পোষ্ট এর মানের উপর ডিপেন্ড করে পোস্ট বুমিং এর জন্য বাছাই করা হয়।
আর কেউ যদি সাপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে অযথা মন্তব্য করে তাহলে কমিউনিটি থেকে তাকে মিউট করে দেওয়া হবে।
অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য। সকলেই সকল নিয়মকানুন মেনে চলবো এবং কমিউনিটির পাশে থাকবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন থেকে এই সকল নিয়মের অনুগত হয়ে চলার চেষ্টা করবো। বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকলে এই নিয়মগুলো মেনে চললে কমিউনিটি অনেক প্রাণবন্ত হয়ে উঠবে। সকলেই সকলের পোস্টে যদি কমেন্ট করে তাহলে সকলের সাথে একটি কমিউনিকেশন ভালো হবে। আমাদের প্রচুর কমিউনিকেশনে অভাব রয়েছে এগুলো কাটিয়ে তুলতে হবে। যত তাড়াতাড়ি আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কমিউনিটি উন্নতির পথে যেতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব এবং আমার আশপাশের বন্ধুদের উৎসাহ প্রদান করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকল নিয়মগুলো আমরা সবাই একসঙ্গে পালন করতে থাকলে আমাদের কমিনিটিও একদিন অনেক উপরে উঠে যাবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই নিয়ম মেনে কাজ করার চেষ্টা করব। বিষয়গুলো অবগত করার জন্য ধন্যবাদ। আর আমি আশাবাদী এক সময় আমাদের কমিউনিটি খুব ভালো একটা অবস্থানে পৌঁছাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for your kind information.we sould to obey this rules.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ekhn theke rules gula follow korar try korbo.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit