Anouncement

in hive-138339 •  3 years ago 

আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।


সোর্স

আমরা আমাদের কমিউনিটি থেকে একটি ইফতার পার্টির আয়জন করতে চাইতেছি৷ ইফতার পার্টির সময় নির্ধারণ করা হয়নি। আপনাদের মতামত জানালে ভালো হয়। আসলে কবে করা যাবে। ২৭ রমজানের আগে করতে হবে। ২৩-২৫ রমজান কবে করলে ভালো হবে৷ কমেন্ট করে জানাবেন।

আমরা আসলে জানি না কত জন সদস্য হতে পারে না৷ আপনারা যদি আমাদের আগে থেকে জানান তাহলে আমরা সে পরিমাণ আয়োজন করতে পারবো।

কে কে ইফতার পার্টি জয়েন করবেন। আমাদের জানাবেন। এখানে কোন ধর্ম দেখা হচ্ছে না, আপনি অন্য ধর্মাবলম্বী হলেও আমাদের সাথে জয়েন করার চেষ্টা করবেন।

আপনারা কেউ যদি ইফতার পার্টি আয়োজন এর খরচে সামিল হতে চান, হতে পারেন৷ না হতে পারলেও সমস্যা নেই।

সবাই মতামত দিবেন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

২৪ রমজান অথবা ২৭ রমজান করলে ভালো হয়😐

২৪ রমজান নাহলে ২৭ রমজান করুন 🙂

I want to work here as a active member
please support me

২৫ রমজান করলে ভালো হবে।।

দাদা ২৪ নাইলে ২৭ রমজান করি।

আপনাদের যে দিন ঠিক মনে হয়।।

ভাই ২৪ নাইলে ২৭ শে রমজান করলে ভাল হয়।

ভাই ২৪ রমজান অথবা ২৭ রমজান এই দূই দিনের যে কোনো একদিন হলে উপস্থিত থাকতে পারবো।তো এই দুইদিন এর যেকোনো একদিন হলে ভালো হয়।

ভাই ২৪ না হলে ২৭ রমজান এ করেন।

আমিও সবার সাথে একমত।২৪ নাহলে ২৭ শে রমজান করেন।

২৪ রমজান অথবা ২৭ রমজান করুন।
আমি সবার সাথে একমত।

সবার মতামত এর সাথে আমিও একমত।