Hello friend,
আসসালামু আলাইকূম ।How are you all.আজ আমি steem-bangladesh ক
কর্তৃক আয়োজিত Game review 'অংশ গ্রহন করতেছি ।আশাকরি ভালো লাগবে ।আজকের গেম রিভিও হলো Fortnite game.
ফোর্টনাইট গেম সম্পর্কে কিছূ তথ্য::
ধরন | সার্ভাইভাল যুদ্ধ রয়েল |
---|---|
ডেভেলপার | এপিক গেমস |
পরিবেশক | এপিক গেমস |
পটভৃমি | উইন্ডোজ, ম্যাকওএস ,নিনতেন্দো সূইচ,প্লেস্টৈশন 4,এক্সবক্স ওয়ান আইওএস এন্ড্রয়েড |
প্রথম প্রকাশ | ফোর্টনাইট :সেভ দ্যা ওয়াল্ড জুলাই 25 2017, |
My Game review:
বর্তমানে আলোচিত ও জনপ্রিয় গেমগুলোর মধ্যে অন্যতম হলো ফোর্টনাইট ব্যাটল রয়্যাল ।
এপিল গেম দ্বারা নির্মিত এই গেমটি 2017 সালে প্রকাশ পায় ।মূলত ফোর্টনাইট ব্যাটল রয়্যাল ,যা দলবদ্ধভাবে খেলা হয় ।এর অন্য দুটি মোড হলো ফোর্টনাইট :Save the world,যা শূটার সার্ভাইল গেম,অপরটি হলো ফোর্টনাইট ক্রিয়েটিভ ,যেখানে গেমার নিজের ইচ্ছেমতো মোড ও চরিত্র সাজিয়ে নিতে পারেন ।
তিনটি গেমের মধ্যে প্রথম দুটি গেম দারুন ব্যবসায়ীক সফলতা পায় ।এর মধ্যে ফোর্টনাইট ব্যাটল রয়্যাল এক বছরে কম সময়ে 125 মিলিয়ন খেলোয়াড় অর্জন করে ।এবং
বিশ্বব্যাপী দারুন জনপ্রিয়তা পায় ।
গেমটি সম্পর্কে জানবো ::
(Source]()
ফোর্টনাইট ব্যাটল রয়্যালে কি আছে?
একাধিক ইউজার খেলতে পারে মাল্টিপ্লেয়ার মোড হওয়ার কারনে।একসাথে সর্বচ্চ 100 জন গেমার এটি খেলতে পারেন ।এখানে দলবদ্ধভাবে বা একই একটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হয় ।
গেমটির ম্যাচ শুরুর আগে সবাইকে গেমের লবি বলে বিবেচিত একটি দ্বীপে একত্র করা হয় ।এরপর গেম শুরু হলে মূল দ্বীপে সবাইকে উড়ন্ত বাসে করে নিয়ে যাওয়া হয়।তারপর গেমাররা নিজের ইচ্ছেমতো জায়গার ঊপর দিয়ে যাওয়ার সময় সাথে থাকা গ্লাইডারে ভেসে সেই জায়গাটিতে অবতরন করতে পারে ।
গেমারদের নিজে বাচতে এবং অন্যকে দমন করতে দ্বীপে থাকা বাড়িঘর বা অন্যান্য স্থান থেকে অস্ত্র সংগ্রহ করতে হয় ।কারন প্রথমে তাদের কাছে কোনো অস্ত্র থাকে না ।কিছূক্ষন পরপর নতুন অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্যারাশুটের মাধ্যমে দ্বীপে পাঠানো হয় ।একে অপরকে দমন করার মাধ্যমে গেমের সংখ্যা কমতে থাকে ।এছাড়া নিরাপদ জায়গায় পৌছাতে না পারলেও নিজ থেকেই বাদ পড়বে গেমাররা ।গেমার কমার সাথে সাথে কমতে থাকবে দ্বীপের পরিধিও।
নিজেকে নিরাপদ রাখতে ও এগিয়ে যেতে গেমাররা কাঠ বা পাথরের মাধ্যমে দেয়াল ,ramp ও সিড়ি তৈরি করতে পারবেন ।ভিবাকসের মাধ্যমে নিজের চেহারা কিংবা অন্যান্য জিনিষের গঠন ও পাল্টে ফেলা যায় ।
এভাবেই লড়াই করে শেষ পর্যন্ত যে দল বা গেমার লড়াই করৈ টিকে থাকতে পারে তারাই হবে গেমের জয়ী।
গেমটি খেলার পদ্ধতি :
গেমটি বিনামূল্যে খেলার সূযোগ রয়েছে ।পিসি,ম্যাক ,পিএস8,এক্সবক্স ওয়ান ,সুইচ এবং
মোবাইলে বিনামূল্যে ডাউনলোড করে খেলা যায়।তবে নিয়মিত খেলতে চাইলে এবং বাড়তি সুবিধা পেতে এটি কিনে ব্যবহার করা যাবে ।
গেমটীর ভালো দিক :
*ইনোভেটিভ বিল্ডংস মেকানিক ।
*ডায়নামিক ম্যাপ ।
*একাধিক লিমিটেড-মোড
*সিজনাল রিওয়ার্ড সিস্টেম।
গেমটির খারাপ দিক ::
*গানপ্লে অপেক্ষাকৃত দুর্বল
*ধারাবাহিক পরিবর্তণের কারনে ডেভেলপারদের জন্য কিছুটা ভোগান্তি হয় ।
আশা করি সবার গেম রিভিওটি ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
Aktu vul ace... Thik koren
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর হয়েছে,, কিন্তু ভালো করে সাজাতে পারেননি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো ছিলো রিভিউ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit