THE DIARY GAME (TUESDAY 25 AUGUST 2021) "My Daily Activity"

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম ,

কেমন আছেন সবাই আশা করি ভালো ।আজকে আমি আমার প্রতিদিনের কাজ ডায়েরি আকারে শেয়ার করবো ।চলুন সুরু করি ।।

সকালবেলা:--



received_390503432419301.jpeg


সকালের আবহাওয়া শরীরের জন্যভাল সবাই জানি ।তাই সকালে উঠেই বাসার সামনে হাটি একটু ।এরপর নাস্তা খিচুরী রান্না করি ।সবাইকে উঠাই খেতে বলি ।সবাই উঠে খায় এর পর আমি সব পরিস্কার করে একটু কাজ করি হাতের সেলাই মেশিনে ।



received_154280826812432.jpeg




received_224922292917405.jpeg


এর পর দুপুর হয়ে আসে । বাজার থেকে হাঁস নিয়ে আসে ।

দুপুর বেলা:--

দুপর দুইটা পাতি হাস নিয়ে আসে ।এখন কাজ বারে গেলো ।পানি গরম দিয়ে হাস গুলোকে বেছে নেই ।একটু গজি ছিলো হাসের গায়ে কষ্ট হচ্ছিল তবুও বেছে পরিষ্কার করে নেই ।এর পর হাসগুলোকে আগুনে পুরে নেই ।



received_269632141350299.jpeg




received_354018983097471.jpeg


এর পর কেটে দুই ভাগ করে ফ্রিজে রেখে ।গোসল করে খেতে খেতে বিকাল হয়ে যায় ।

বিকালবেলা:

বিকালে একটু সময় কাথা সেলাই করে ঐরপর তালের পিঠা বানাই সবার জন্য ।



received_377545823930179.jpeg


এর পর ঘরের সবাইকে দেই । পাসের বাসায় দিয়ে আসি পিঠা। একটূ গল্গ করি সন্ধ্যা হয়ে যায় ।

সন্ধ্যাবেলা:

সন্ধ্যায় বেশি কাজ নেই তাই বসে যাই একটা সিরিজ দেখতে ।একটা সিরিজ দেখতেই রাত হয়ে যায় ।তকদির সিরিজটি দেখি ভালো লাগে ।

রাতেরবেলা:-

রাতে সবাইকে খাওয়ানোর পর সব কিছূ পরিস্কার করে বসে যাই খেতে রুটি ।



received_248694317127401.jpeg


রাতে রুটি খাই ।খাওয়ার পর বিছানায় চলে যাই ঘুমাতে তখন ডায়েরিটা লিখে শেয়ার করে ঘুমাই।

এই ছিলো আমার আজকের ডায়েরি গেম।পোষ্টটি পরার জন্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

onek sundor hoyeche apnar posti

Tnx

অনেক সুন্দর ছিল দিনটি আপনার।

ধন্যবাদ

আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।

ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.