Assalamu-alaikum!
ঔষধ বিক্রি করছেন ফার্মেসিতে। গ্রামে ভালো মানের কোনো ডাক্তার নেই (সবাই নির্ভরশীল পল্লী চিকিৎসক এবং ফার্মেসীর উপর)। আমি প্রয়োজনীয় ঔষধ কেনার জন্য গিয়ে সেখানে এই ফটোগ্রাফি করেছি।
গরুর গোশতের দোকানের সামনে গরুর জবাই করা গলা সাজিয়ে রাখা হয়েছে (আজকে তিনটি গরু জবাই করা হয়েছে)। শহরের মানুষ ঠিক মতো গরুর গোশত খেতে পারেন না কিন্তু গ্রামের এসে দেখলাম এই বিপরীত। গরুর গোশত খুব দ্রুত বিক্রি হয়ে যায় এখানকার দোকানগুলোতে।
জুতার দোকানে জুতার স্যাম্পল নিয়ে এসেছেন একজন মার্কেটিং এক্সিকিউটিভ এবং সেগুলো দোকানে দেখানো হচ্ছিল। ঠিক সেই সময় আমি জুতা কেনার উদ্দেশ্যে গিয়ে দেখছিলাম বিষয়গুলো এবং ফটোগ্রাফি করেছি।
গ্রামের রাস্তা মানেই জ্যামহীন রাস্তা। পুরো রাস্তা ফাঁকা, আমি বাজার করে বাসার উদ্দেশ্যে অটোরিকশায় করে আসছিলাম ঠিক সেই সময় পেছনে বসে এই ফটোগ্রাফি করেছি।
ছোট্ট ছেলে-মেয়েরা ছোট ডোবা সেঁচতেছে মাছ ধরার জন্য। গ্রামে এই ধরনের দৃশ্য প্রায়শই দেখা মেলে। তাদের কাছে গিয়ে তাদের কাছে ধরা পড়া মাছগুলো দেখলাম বালতিতে তাকিয়ে।
পরিত্যক্ত বাড়ি। এই আমাদের বাড়ির ঠিক কাছাকাছি অনেক দিন হয়েছে এখানে কেউ নেই। তাই বাড়ি সম্পূর্ণ ফাঁকা এবং লোকশূন্য।
মাঠে লোকজন কাজ করছেন (অনেক দূর থেকে ফটোগ্রাফি করেছি) তাই একটু ঘোলা এসেছে ফটোগ্রাফিটি। এ মৌসুমে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ফসল আবাদ করেন খেতে/মাঠে।
মসজিদে নামাজ শেষ হওয়ার পর মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হওয়ার পরে তোবারক হিসেবে জিলাপি দেয়া হচ্ছে উপস্থিত মুসুল্লিদের।
এলাকাভিত্তিক ছোটোখাটো মুদির দোকান। এখানে মুদিমালামাল থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। গ্রামে বাজার কিছুটা দূরে হওয়ার প্রায় প্রতিটি এলাকার সামনে এমন কিছু দোকান রয়েছে।
রাতে বাজারে সিদ্ধ ডিম, ছোলা বুট, পেয়াজু, আলুর চপ, বেগুনি ইত্যাদি বিক্রি করা হয়। সেখানে খেতে বসেছি আমার আমার আমার খালাতো ভাই। অনেক বিক্রি হয় এই খাবারগুলো সন্ধ্যায়।
Cc:- @steemcurator01, @steemitblog
Thank you
Tweet Link: https://twitter.com/sumoncantt/status/1364466639241027587?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit