সুপ্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? মহান আল্লাহর তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আছি
ঘুম থেকে উঠে। দেখি ছয়টা বেজে গেছে। তখন আমি ফেসবুকে ঢুকে বন্ধুদের বললাম, কেমন আছো কেউ বলো আমি আবার কেউ ঘুমতেই ওঠে নাই। এভাবেই দিনটা শুরু হলো, তারপর আমি টয়লেটে যাই। টয়লেট থেকে এসে আমি হাতে ব্রাশ হাতে নিয়ে ঘুরতে হাঁটতে বাইর হয়। রাস্তায় তখন দেখি আমার এক বন্ধুর সাথে দেখা হয়
তখন আমি তাকে
প্রশ্ন করলাম কেমন আছো?সে বলল ইনশাআল্লাহ আমি ভালো আছি । তুই কেমন আছো ইনশাআল্লাহ আমি ভালো আছি।দুজনেই আমরা চা হোটে খেয়ে। একটু দুরে একটা দোকান সেখানে জায়। তার পর সাথে হাটি সে বাসায় চলে যায়। আমিও বাড়ি ঘুরে আসি, তারপর আমি একটু বই পড়ি। পড়ার পর আজকে শুক্রবার, তাই স্কুল ছুটির দিন। আমি বই পড়ে উঠে।আমিখাওয়া দাওয়া করা পর গেম খেলতে বসি।
তখন মা বলল বাজারে যা আমি বাজারে গেলাম। মা বলো একটা কাজ কর, কাঁচা সবজি কিনলাম। কিনে এসে আমাদের একটা গরু আছে। সেটাকে গাও ধোয়ালাম। আমিও গোসল করলাম, তারপর মসজিদে যাই। নামাজ পড়তে, এসে মা আমি বোনের সাথে কথা বলল।আমি আর মা ভাত খায়। তারপর আমরা এক ঘন্টা গেম খেলি।
তারপর বন্ধুদের সাথে শহরের দিকে ঘুরতে যাই। তাই যাওয়ার পথে একটা নদী দেখি তখন সেই খানে। এখানে বালার চড়ে আছে, তাই আমি ছবি তুলি পাথর দিয়ে। তখন আমরা ছিলাম তিন জন ঘুরতে যাই।
দেখি একটা ছোট বাগান রয়েছে। সেখানে সে বাগানে আমি কিছু ছবি তুলি জায়গাটা অনেক ভালো লেগেছে। আমাকে তবে অনেকদিন পর শহরে আসার পর আমি অনেক মজা করলাম। তখন আমরা বাসায় ফেরত আসি। এসে মাগরিবের আজান দিল, তারপর আমি ফ্রেশ হয়ে। বই পড়ি, ভাত খায় দাওয়ার পর মায়ের সাথে কিছু কথা বললাম বলে। শুয়ে আসি তখন আমি একটা নাটক দেখি আরফিন শুভর
নাটকটা নাম ছিল: আমি আর নাই, নাটকটা একটু কষ্টেরই ছিল।
তাই আমার মনটা খারাপ হয়ে যায়। তখন আমি হাসা জনন একটা ফারহানের একটা ফানি টাইপের নাটক দেখে ঘুমাতে যাই।
আমার লেখা ডাইরি গেম পড়ার জন্য সবাইকে অসংখ্য। ধন্যবাদ।
আমার পক্ষ থেকে ৩ বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।
@allahnawaz03
@strawberrry
@sofian88
সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনি ছবিগুলো লোকেশন দেন নি? ঠিক করে নেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit