আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার যে কোন পোস্ট কে সুন্দর ভাবে সাজাবেন। এজন্য আপনাকে কিছু ব্যবহার করতে হবে। আপনি অনেক পোস্টেই খেয়াল করবেন যে , পোষ্টের বিভিন্ন অংশে বড় বড় হেডলাইন মানে বড় সাইজের কিছু শব্দ লেখি।
এগুলিকে হেডলাইন বলে।
যেমন এই লেখাটি একটি হেডলাইন।
steemit editor এ আপনি ৬ প্রকারের হেডলাইন ব্যবহার করতে পারবেন।
এদেরকে নিচের নামগুলি দ্বারা চিহ্নিত করা হয়।
হেডার 1 / Header 1
হেডার 2 / Header 2
হেডার 3 / Header 3
হেডার 4 / Header 4
হেডার 5 / Header 5
হেডার 6 / Header 6
এখন কিভাবে হেডলাইন গুলি লিখবেন। চলুন জেনে নেই
হেডার 1 / Header 1
আপনি যে কোন লেখার সামনে একটা (হ্যাস )#
বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি অনেক বড় আকারে দেখা যাচ্ছে। নিচের দিকে খেয়াল করুন
# এটা সবচেয়ে বড় লেখা
দেখুন লেখাটি বড় হয়েছে
এটা সবচেয়ে বড় লেখা
হেডার 2 / Header 2
আপনি যে কোন লেখার সামনে ২টি (হ্যাস )# #
বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।
## এটা ২য় সবচেয়ে বড় লেখা
দেখুন লেখাটি
এটা ২য় সবচেয়ে বড় লেখা
হেডার 3 / Header 3
আপনি যে কোন লেখার সামনে ৩টি (হ্যাস )###
বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।
### এটা ৩য় সবচেয়ে বড় লেখা
দেখুন লেখাটি
এটা ৩য় সবচেয়ে বড় লেখা
হেডার 4 / Header 4
আপনি যে কোন লেখার সামনে ৪টি (হ্যাস )####
বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।
#### এটা চতুর্থ বড় সাইজের লেখা
দেখুন লেখাটি
এটা চতুর্থ বড় সাইজের লেখা
হেডার 5 / Header 5
আপনি যে কোন লেখার সামনে ৫টি (হ্যাস )#####
বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।
##### এটা ৫ম বড় সাইজের লেখা
দেখুন লেখাটি
এটা ৫ম বড় সাইজের লেখা
হেডার 6 / Header 6
আপনি যে কোন লেখার সামনে ৬টি (হ্যাস )######
বসান তারপর একটা স্পেস দিন। তাহলে দেখবেন লেখাটি নিচের মত আকারে দেখা যাচ্ছে।
###### এটা সবচেয়ে ছোট সাইজের লেখা
দেখুন লেখাটি
এটা সবচেয়ে ছোট সাইজের লেখা
এই লেখাগুলো হেডলাইন হিসেবে ব্যবহার করা হয়।
খুব ভালো, এই জিনিসটি অনেকেই জানেন না৷ ধন্যবাদ আপনার অবিজ্ঞতা গুলো মানুষের মাঝে শেয়ার করার জন্য৷
আমি নিজেও শুধু একটা # ব্যবহারের কথা জানতাম। এতগুলো যে ব্যবহার করা যায় জানতাম না। আমার জানা হয়ে গেলো ☺🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Very helpful post.
Thank you @tarpan
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit