Travelling contest 30% beneficiaries @hive-138339

in hive-138339 •  3 years ago 

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ট্রাভেল কনটেস্ট এ অংশ করছি আশা করি সবাই সাপোর্ট করবেন।

IMG-20220208-WA0006.jpg

আমি গত ডিসেম্বর মাসের ২৭ তারিখ কক্সবাজার ট্যাুরে গিয়েছিলাম।আমরা ৪জন ২৬ তারিখ রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম। ভোর বেলা কক্সবাজারে পৌছালাম। সিবিচ হোটেলে উঠলাম। তারপর হালকা নাস্তা করে ঘুমিয়ে।

IMG-20220208-WA0013.jpg

তারপর সমুদ্র সৈকত দেখতে বের হলাম। সমুদ্র সৈকতে ঘুরাঘুরি করতে শুরু করলাম। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রসৈকতে করলাম আমরা।

IMG-20220208-WA0012.jpg

রাত আটটার দিকে আমরা সবাই রুমে ফিরে আসলাম। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম কারণ অনেক ক্লান্ত ছিলাম।

IMG-20220208-WA0007.jpg

পরের দিন সকাল বেলা ভোর টাইমে বের হলাম। ভোরের সমুদ্র অনেক সুন্দর। ১০টার দিকে রুমে ফিরে আসলাম। দুপুরের দিকে বের হলাম আবার।

IMG-20220208-WA0002.jpg

ডাব খেলাম আর আড্ডা দিলাম সবাই।এভাবে দিনটি কেটে গেল।

IMG-20220208-WA0005.jpg

তৃতীয় দিন আমার সবাই ইনানি বিচ ঘুরতে গেলাম। ইনানি বিচ অনেক সুন্দর জায়গা। শামুকের খোল দিয়ে গহনা তৈরি সেগুলো দেখলাম। বন্ধুরা কিছু কিনল তাদের বাসার জন্য।

IMG-20220124-WA0009.jpg

রাতে বেলা সবাই বিরিয়ানি খেতে বের হলাম।এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। যেমনঃ বিরিয়ানি,পাহাড়ি খাবার বাঁশের তৈরি, কাবাব,সামুদ্রিক মাছ ইত্যাদি। সেখান কিছু ছবি তুললাম।

IMG-20220208-WA0003.jpg

কক্সবাজারে একটি গাছ দেখেছিলাম।গাছটি খুব সুন্দর ছিল। সেখানে গিয়ে মন ভালো হয়ে গেছে আমার। জানি না আপনাদের কেমন লাগবে। আমার অনেক ভালো লাগেছে।

IMG-20220124-WA0006.jpg

এভাবে আমাদের ৫ দিনের ট্যাুর শেষ করে আসলাম। আমরা ২জানুয়ারি রাতে বাস উঠে ঢাকার উদ্দেশ্য বের হলাম।
আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।
Invite :
@saikat000
@noyon1

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথম ছবিটা : https://www.saltwire.com/atlantic-canada/opinion/opinion-bangladesh-is-now-50-years-old-100675267/

চতুর্থ ছবিটা : https://www.clientearth.org/projects/access-to-justice-for-a-greener-europe/updates/legal-rights-of-rivers-an-international-trend/

ষষ্ঠ ছবিটা : https://unsplash.com/photos/vP5NLzDP2cs

Ebadur Rehman Kaium এর তোলা অনেক পপুলার ছবি। বাকি ছবি গুলো দেখেও মনে হচ্ছে না আপনার নিজের তোলা। দয়া করে community guidelines মেনে পোস্ট করবেন। এইভাবে কাজ করলে কমিউনিটির নাম খারাপ হয়।

Que bellos lugares has visitado

ডাউনলোড করা ছবি শেয়ার করা যাবে না। Newcomer's community থেকে ৪ টা Achievement tasks পূরণ করে আসুন। ফাস্ট ওয়ার্নিং। ধন্যবাদ।

ভাই ভূল হয়ে গেছে বিষয়টা আমি বুঝতে পারি নাই।এখন থেকে নিজের তোলা ছবি ছাড়া অন্য ছবি ব্যবহার করবো না।

Achievement 4 পর্যন্ত কম্পিলিট করে আসুন Newcomer's community থেকে।