This is @team01nr from Bangladesh
সবাই কেমন আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে #steem-bangladesh কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে যাচ্ছি। আশা করি আমার কবিতাটি আপনাদের সকলের ভাল লাগবে।
কবিতার নাম :-সেইদিন এই মাঠ
লিখেছেন :-জীবনানন্দ দাস
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
এই নদী নক্ষত্রের তলে
সেদিনো দেখিবে স্বপ্ন-
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
আমি চ'লে যাব ব'লে
চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে
নরম গন্ধের ঢেউয়ে?
লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!
চারিদিকে শান্ত বাতি- ভিজে গন্ধ- মৃদু কলরব;
খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;
পৃথিবীর এই সব গল্প বেঁচে র'বে চিরকাল;-
এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হ'য়ে আছে।
সবাইকে ধন্যবাদ.
ধন্যবাদ আপনার চয়নের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit