আসসালামু আলাইকুম
প্রতিদিনই রাতে ঘুমাতে দেরি হয়ে যায়৷ কালকে রাত ১২ টার পর থেকে বৃষ্টি হচ্ছিলো৷ হঠাৎ বৃষ্টি আমি রাতে ভারত এবং পাকিস্তানের খেলা দেখতেছিলাম৷ খেলা শেষ হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়৷ টানা ১-২ ঘন্টা বৃষ্টি হলো৷ আমার ঘুম আসতেছিলো না৷ দুপুর ২ টার সময় ঘুমালাম৷ সকালে ১১.৫০ এ ঘুম থেকে উঠলাম৷ ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে নিলাম৷ এরপর সকালেট নাস্তা খাইলাম৷ আজ সকালের নাস্তায় হালিম খাইলাম৷ এরপর লেবুর শরবত খাইলাম৷
দুপুরে আমার ছোট খালা আসছিলেন৷ তার সাথে কথা বললাম৷ এরপর আমি আমার কিছু কাজ করলাম৷ কাজ করার এক পর্যায়ে ছাদে গিয়েছিলাম৷ ছাদে গিয়ে কিছু ছবি তুললাম৷ ছাদে বৃষ্টির পানি জমে ছিলো৷ হলকা রোদ ছিলো৷ গা ঘেমে গিয়েছিলো৷ রুমে এসে কিছু কাজ করলাম৷ মা আমাকে গোসল করতে বললেন৷ কিন্তু আমার ইম্পর্ট্যান্ট কাজ ছিলো। তাই একটু দেরি করেই গোসল করতে গেলাম৷ গোসল শেষ করে দুপুর খাবার খাইলাম৷ এরপর আমি ঘুমিয়েছিলাম।
বিকালে ৫.৩০ এ ঘুম থেকে উঠলাম৷ ঘুম থেকে বেলকনিতে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম৷ ঘরে এসে কিছু কাজ করলাম৷ আমার বাবা আমাকে কিছু কাজ দিয়েছিলো৷ সেগুলো করলাম। এরপর টিভি দেখতে লাগলাম৷ টিভিতে কার্টুন দেখতে ভালোই লাগে৷ আমি হরর বাংলা কার্টুন দেখতে পছন্দ করি৷ এছাড়া হাসির নাটক হলে দেখি৷
Camera | Samsung M10 |
---|---|
Location | Parbatipur |
Photo taken by | @toufiq1994 |
ধন্যবাদ
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit