আসসালামু আলাইকুম
গত কয়েকদিন ধরে খুবই গরম শুরু হইছে৷ ঋতু এখন পরিবর্তন হয়ে গেছে৷ শীতকালে হচ্ছে বন্য আর বর্ষাকালে রোদ৷ কি একটা অবস্থা। সকালে ঘুম থেকে উঠছি সকাল ১১ টায়৷ সকালে ঘুম থেকে উঠে একটু ব্যয়াম করলাম৷ এরপর নাস্তা করলাম৷ চা ও মুড়ি খাইছিলাম৷ আজকে প্লান ছিলো দিনাজপুর যাওয়ার কিন্তু যাওয়া হলো না৷ সকাল বেলা উঠে কাজ শুরু। বাড়িতে থাকি কিন্তু সারাদিন কাজের মধ্য দিয়েই পার হয়৷ সকালে উঠার পর থেকে রাত ১০ টা পর্যন্ত টানা কাজ করতে থাকি৷
দুপুরে টিভি অন করে দিয়ে বসে ছিলাম৷ মোবাইলে কাজ করতেছিলাম৷ ঐ সময় বসে বসে চামচ দিয়ে ভাতও খাচ্ছিলাম। ভাত খাইতে খাইতে কাজ ও করতেছিলাম৷ আজকে প্রচন্ড গরম পরছে৷ ফ্যান চলতেছিলো তাও শরীর কেন জানি ঘামতেই ছিলো। দুপুর কয়েকদিন ধরে ঘুমাই না৷ কাজেই ব্যস্ত। দুপুরপ ইউটিউবে গান লাগায় দিয়ে বসে বসে বন্ধুদের সাথে মেসেন্জারে কথা বললাম৷ আজকে সারাদিন বাইরে যাই নি। বাড়িতেই ছিলাম৷
বিকাল বেলা ভাবলাম ছাদে যাবো৷ কিন্তু যাওয়া হলো না৷ ঘরে আছি৷ ঐ সময় আমার আম্মা এসে আমাকে কুশার খেতে দিলেন৷ কুশার তিনি কেটে টুকরো টুকরো করে দিয়েছিলেন৷ ফ্রীজে রাখা ছিলো। ঠান্ডা যেকোন জিনিসই খেতে ভালো লাগে৷ আজকে এক জায়গা যাইতে চাইলাম৷ গেলে হয়তো ভালোই সমশ কাটতো। কিন্তু যেতে পারি নাই৷ আজকে চাঁদনি চারিদিক আলেকিত। আর আকাশের একদিকে মেঘ জমে আছে। বিদ্যুৎ চমকাচ্ছিলো থেকে থেকে মনে হচ্ছিলো এই বুঝি মুষলধারে বৃষ্টি নামে।
সন্ধ্যায়ও বসে বসে টিভি দেখতেছিলাম৷ আমার আম্মা এসে আমাকে বলতেছিলো আজকে সারাদিনই দেখি টিভি দেখলা। তাই লজ্জা পেয়ে নিজের ঘরে চলে আসলাম৷ এরপর আমি আমার এক বন্ধুর সাথে কথা বললাম৷ ঘরে ফ্যান ছাড়া তাও গা ঘামতেছিলো৷
রাত ১০ টায় ভাত খাবো। খুব খিদা লাগছে৷ ভাত খেয়ে আমি টিভিতে ক্যারিবিয়ন লিগের খেলা দেখবো। খেলা দেখতে আমার ভালোই লাগে।
Camera | Samsung M10 |
---|---|
Location | Parbatipur |
Photo taken by | @toufiq1994 |
ধন্যবাদ
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit