Club5050 || Steem Bangladesh Contest : The Diary Game[Simple day] || 15-09-2022

in hive-138339 •  2 years ago 

আসসালামু আলাইকুম



20220916_134708.jpg

আজকে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করি এবং ব্রাশ করে একটু নাস্তা করি এরপর আমি বসে বসে আমার এই গ্রুপের কাজগুলো করা শুরু করি দেখি যে কাজগুলো কতদূর গেল এবং কেমন হয়েছে তো আমার সকালটা এভাবেই শুরু হয়ে গেল এবং সকালে একটু কাজ করতে করতে প্রায় যখন ৯ টা বেজে গেল তখন আমি আমার সকালের ভাতটা খেয়েছিলাম এরপর আমি আম্মুর সঙ্গে আমার মোবাইলে লুডু খেলি এবং লুডু খেলতে খেলতে প্রায় দশটা বেজে গেল এবং এরপর আমি বাহিরে গেলাম একটু হাটাহাটি করার জন্য আবহাওয়া তেমন একটা ভালো না মনে হচ্ছিল যে পানি আসবে আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আসতেছে তাই ভাবলাম যে বৃষ্টিতে গোসল করব কিন্তু আবহাওয়া খুবই ঠান্ডা ঠান্ডা লাগতেছিল যার কারণে আম্মু বলতেছিল যে এই বৃষ্টিতে গোসল করলে জ্বরও আসতে পারে তাই আমি বৃষ্টিতে গোসল না করেই রুমে গিয়ে শুয়ে পড়লাম এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড জোরে ঝড়ো বাতাস এবং বৃষ্টি পড়া শুরু করল তার সাথে সাথে আকাশ ফাটা গর্জন নিয়ে পৃথিবীর বুকে যেন হানা দিচ্ছে মাঝে মাঝে খুবই জোরে জোরে গর্জন দিয়ে উঠতেছে সত্যিই অনেক ভয়ও লাগতেছিল এভাবেই থাকতে থাকতে প্রায় দুপুর একটা বেজে গেল এবং তখনও পানি হচ্ছিল

20220916_134842.jpg

20220916_134714.jpg

দুপুরের পর আমি গোসল করতে বের হলাম কিন্তু তখনও পানি হচ্ছিল এর কারণে আমি পানিতে একটু ভিজে গোসল করছিলাম এবং তারপর আমি টিউবয়েলের গিয়ে গোসল করলাম গোসল করা শেষ করে আমি ভালো হয়ে যাওয়া মুছে বারান্দায় এসে বসে পড়লাম এবং পানির হওয়া দেখছিলাম খুবই সুন্দর লাগছিল সত্যি বলতে এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে তাই আম্মুকে বললাম যে খিচুড়ি রান্না করতে কিছুক্ষণ পরেই আম্মু খিচুড়ি রান্না করার জন্য রান্নাঘরে চলে গেল এবং আমিও আম্মুর সঙ্গে একটু সাহায্য করলাম প্রায় এক ঘন্টার আগ মুহূর্তেই আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেল এবং আমরা সবাই মিলে সে খিচুড়ি খেলাম সত্যি বলতে বেশি বাতলের দিনে কিছু খেতে সত্যি অনেক ভালো লাগে

20220916_134943.jpg

20220916_134845.jpg

এভাবে করতে করতে প্রায় বিকাল গড়িয়ে এল কিন্তু তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল ভাবলাম আমারে এয়ার ড্রপ এর কাজগুলো আরেকবার দেখি ঢুকে দেখলাম খুবই ভালো অবস্থা তাই বেশি দেরি না করে আবার ফোন থেকে সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম বারান্দায় এসে আমার চাচাতো এবং বড় পাতো বোনগুলোর সঙ্গে লুডু খেলতে বসে পড়লাম সবাই মিলে একসঙ্গে লুডু খেলতে খেলতে প্রায় বিকালটা গড়িয়ে গেল

সন্ধ্যার আগ মুহূর্তে আমরা খেলা শেষ করে উঠলাম এবং বৃষ্টির তখনও একটা আমেজ রয়েই গেছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে সেই যে দুপুরের আগেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার কোন নামই নিচ্ছে না তা আমি ভাবলাম যে আজকে রাতের বেলা বই পড়া বাদ সবাই মিলে আড্ডা দিব এবং মোবাইলে গেমস খেলব তাই সবাই মিলে একটু ফ্রেশ হয়ে আবার মুড়ি নিয়ে বসে পড়লাম মুড়ি খেতে খেতে আমরা সবাই মিলে একসঙ্গে মোবাইলে লুডু খেলতে শুরু করলাম কারেন্ট নেই তাই আমরা এক সঙ্গে এক রুমে আড্ডা দিতেছি কারেন্ট নেই বলে বুঝতে পারলাম না যে কখন রাত ৯ টা বেজে গেছে যখন দেখি রাত 9 টা পার হয়ে গেছে তখনই আমরা সবাই মিলে একসঙ্গে ভাত খেলাম এবং খাওয়ার পর সবাই সবার রুমে চলে গেলাম এরপর আমি আমার রুমে এসে মোবাইলে একটু গান শুনি এবং ধীরে ধীরে চোখে ঘুম নামিয়ে আসলো চারিদিকে বৃষ্টির শব্দে চোখ ধরে রাখতে পারছিলাম না তাই বেশি দেরি না করে ঘুমিয়ে পড়লাম


CameraSamsung M10
LocationParbatipur
Photo taken by@toufiq1994

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Note: পোস্ট এ মার্কডাউন ব্যবহার করুন এবং ছবির নিচে লোকেশন এড করবেন। ধন্যবাদ

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words520
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Congratulations, your post has been upvoted by @campingclub Community Curation Trail. Many Thanks for Witness Vote! Best Regards Camping Club Steemit Community on Steem With that in mind, happy blogging
CCS
Manually curated by @visionaer3003
https://steemlogin.com/sign/account-witness-vote?witness=visionaer3003&approve=1
https://steemitwallet.com/~witnesses