According to the rules of steem-bangladesh community, 80% delegation and 10% beneficiaries have any complaints?

in hive-138339 •  4 years ago 

Polish_20210328_110540007.jpg

According to the rules of steem-bangladesh community, 80% delegation and 10% beneficiaries have any complaints?

If yes, say 'Yes' and why? Leave your comments
If not, say no

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
  ·  4 years ago (edited)

I agree with this rules. So it's yes from me. One thing i had no idea that i alaways have to maintain 80% sp delegation. I thought at first i have to delegate 80% of my sp. Now i know i always have to maintain 80% delegation. I have a question what if i want to delegate some sp to some other community along with @steem-bangladesh? I think one change should come that whatever steem power we will receive from steem-bangladesh that amount have to delegate to @steem-bangladesh. If we earn from some other community that amount should be excluded from this rule. That is a suggestion from me @toufiq777 vai. I don’t have any issue with other rules.
I updated my delegation. Now it's more than 80%.
@toufiq777 vai @rex-sumon vai ke community te firiye anen please.

Very relevant and sustainable idea..I agree with you!!!

Thanks

Jara kore na delegation 80%,, tader post selected korben na.karon onk bar bolcen.jara shune na,tader ar bolar dorkar nai,, niyom gulo jara follow kore na,tader quality valo hoile o support korben na,age niyom follow korte hobe,

Hm, atae korce

জি ভাইয়া আপনার কথা গুলো সব গুরুত্বপূর্ণ। আমি steem Bangladesh community নতুন একজন সদস্য। আমি steem Bangladesh community তে নিয়মিত সদস্য হয়ে আমাদের community কে আগাই নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Age account verified korun, and Post korta thakun.

Ok viya😍

no complain. we earn from @steem-bangladesh .so we have some responsibility to @steem-bangladesh...

No tengo ninguna queja amigo, tengo pocos días publicando en la comunidad así que no espero nada inmediato!! saludos;-)

Gracias

Thanks, 80% update korun

vi amar to 80% + kora ache.

Apner sp 188, ace 130

vi baki 50 sp amr r ekti community te deligation kora . eta ki ekhane count hbe ?? r ei bishoi ta ami clear na . r others kono community te deligation er kono rules thakle janabn . thank you vi .

Alada community delegation thakla count hobe na vae

ok i will complete my 80% .may be just 18 sp short .

I'm agree with this.

Thnaks

আপনার কথার সাথে আমি একমত ভাই। ৮০% ডেলিগেশন ও ১০% বেনিফিশিয়ারিস এ আমার আপত্তি নাই । আশা করি আমার মত সবাই এই রুলস মেনে চলবে।

Thanks

ভাই আপনার কথার সাথে আমি পুরোপুরিভাবে সহমত প্রকাশ করছি। কমিউনিটির একাউন্টের পাওয়ার বাড়াতে হবে এবং 80 % ডেলিগেশন এবং 10 % কমিশন সবাইকে দিতেই হবে। তবে ভাই আমার একটা প্রশ্ন আছে। আমাদের এই কমিউনিটিতে এমন কিছু লোক আছে যারা আমাদের কমিটিতে সাপটের জন্য কিছু ডেডিকেশন করছে এবং বাকি অন্য কমিউনিটিতে ও সাপটের জন্য ডেলিগেশন করছে তাদের তো তাহলে মোট power থেকে ৮০% ডেলিগেশন হয় না। তাদের বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন।

Vae amader dorker power. Tader hoeto onno community valo support dicce tae tara shekhane delegation kortace, ar amra shudu bangladeshi der jorno delegation korta bolce, jehetu ata Bangladeshi community, apni bangladeshi hoea jodi india te delegation koren tahola amader kicu korer nae.

ভাই এমন অনেক লোক আছে আপনার কমিউনিটি তে আপনি চেক করলে দেখতে পারবেন। তবে আমি এখানে কারো নাম প্রকাশ করতে চাচ্ছি না। আপনি একটু বিষয়টা মাথায় রেখে চেক করে দেখতে পারেন।

vae amar proyojon nae check korer j community ar valo cay she thiki nijer escae delegation update korbe per week.

আপনার সকল কথা যুক্তিসংগত। আমি আপনার এই প্রক্রিয়ার সমর্থন জানাচ্ছি। আশাকরি এইভাবে আমরা #steem-bangladesh কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ!!

Thanks

জি ভাই আপনার সাথে আমি একমত!!

I have no issues.

I'm agree with this 80% delegation and 10% beneficiaries.

I'm agree with this 80% delegation and 10% beneficiaries.

I agree with that.

I am affirmative to that good decision. I respect it.❤️

I am agree with everything. I don't have any problem.

I'm Agree with it..I have no complaints about it.

I have no complaints.

ভাই আপনার ডিসিশনে এক মত।আমরা আপনার পাশে আছি এবং ইনশাল্লাহ শেষ পযন্ত আপনার পাশে থাকব

I'm totally agree with it

ভাইয়া। আমিও আপনার পক্ষে আছি।

thank you vaiya

দেখেন ভাই আমার আগের পোস্ট সিলেকশন এ সমেস্যা থাকলেও ইদানিং নাই। ব্যপার টা এমন না যে আমার পোস্ট সিলেক্ট হয় দেখে। আমার প্রোফাইলে গেলে এমন অনেক পোস্ট দেখবেন যে ভালো লিখেছি বা লিখার চেস্টা করেছি কিন্ত টপ এ যায় নি হয়তো। কিন্তু তাতে সমেস্যা নাই। এক দিন ০১ এর একটা ভোট পাইলেই যথেষ্ট। সাথে বুমিং তো আছেই। সবাই সাপোর্ট পাক এটাই আমি চাই। কারন সবাই ই আসছে এখানে কিছু না কিছু কামাই করতে। আমার মত অনেকে আছে যাদের শেষ ভরসা এই স্টিমিট। যদিও আমি ২০১৭ সাল এর পুরান ইউজার ছিলাম। কিন্তু আপনাদের মাধ্যমেই নতুন করে জানতে পেরেছি। এতে ভালোই হয়েছে। পরিবারে ভালো একটা সাপোর্ট দিতে পেরেছি। আশা করি ভাইয়েরা নিজেদের মধ্যে ভুল বুঝা বুঝি সমাধান করে সবাই এক হয়ে কমিউনিটি কে আগাই নেন।

The matter isn't top post selection.

Yeah brother I understand... Mainly 10% beneficiaries is the problem I think. Hope they will remove this rule.

apner problem thakla kaj bad den, apnake 7 din support dewar jorno amra bosha nae, amader rules karap lagla onno kothao jeya post koren, mana korce k.

apnar kache 7 din support keu cainai. sob somoy relativity dekhaichen. baki user der apni use korchen just. Be impartial.

ঐটা আপনার কথায় তো হবে না৷ কে ঐ কাজ করছে ঐটা সবাই জানে৷ আপনাদের সাথে কথা বাড়ায় লাভ নাই৷ আপনারা যেতে পারেন

গুড লাক..!!

আমি আপনার সাথে পুরোপুরি একমত পোষন করছি। কারন ৮০& ডেলিগেশন/১০% বেনিফিশিয়ারিতে দিনশেষে লাভ আমাদেরই হচ্ছে।

  • আমাদের কমিউনিটি একাউন্ট শক্তিশালী হচ্ছে
  • আমাদের পোস্টগুলাতে কিউরেটরদের/বুমিং ভোট না পেলেও নূন্যতম একটা ভোটের নিশ্চয়তা পাচ্ছি এই কমিউনিটি একাউন্টের জন্যই
  • আরেকটি ব্যাপার, কমিউনিটি একাউন্ট শক্তিশালী হওয়ার পর যদি কমিউনিটির আন্ডাররেটেড পোস্টগুলো এই একাউন্ট দিয়ে সাপোর্ট দেয়া হয়, তবে যারা সাপোর্ট পাচ্ছে না তারা কিছুটা হলেও কাজ করার অনুপ্রেরণা পাবে। (কারন টপ পোস্টগুলোতে কিউরেটর বা বুমিং সাপোর্ট এমনিতেও দেয়া হয়)

তাই আমার উত্তর হচ্ছে " Yes "

কোন কমিউনিটিতে ডেলিগেশন ও বেনিফিসিয়ারিস বাধ্যতামূলক? এছাড়াও রিলেটিভদের মধ্য থেকে ৪ জন মোডারেটর নিয়েছে। সবাই হয়তো বাধ্য হয়ে ১০% বেনিফিসিয়ারিস দিচ্ছে, কিন্তু মনে মনে কেউ সন্তুষ্ট নয়।

কোন কমিউনিটিতে ডেলিগেশন ও বেনিফিসিয়ারিস বাধ্যতামূলক?

আমাদের কমিউনিটি একাউন্টের পাওয়ারের অবস্থা এতই খারাপ যে অন্য কান্ট্রির কমিউনিটি একাউন্টগুলো আমাদের থেকে ২/৩ গুণ বেশি এগিয়ে আছে। এখন আমাদের একটা "Jump Start" দেয়া প্রয়োজন, যেটা ৮০% বেনিফিশিয়ারির মাধ্যমেই সম্ভব। যদি এটা সময়ের সাথে ধীরে ধীরে কমিয়ে আনা যায় তবে এই বিষয়টিও সমাধান করা সম্ভব হবে।

সবাই হয়তো বাধ্য হয়ে ১০% বেনিফিসিয়ারিস দিচ্ছে, কিন্তু মনে মনে কেউ সন্তুষ্ট নয়।

আমি যদি আমার কাজের সঠিক মূল্যায়ন পাই, তবে আমার বেনিফিশিয়ারি দিতে সমস্যা নেই, তবে অনেকের ক্ষেত্রে সেটা ইচ্ছার বিরুদ্ধে হতে পারে সেটা আমি মানছি। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বলছে সেটাকেই প্রাধান্য দেয়া হোক। আমার মতে ১০% এর জায়গায় কমিয়ে ৫% করে দেয়া যেতে পারে।

এছাড়াও রিলেটিভদের মধ্য থেকে ৪ জন মোডারেটর নিয়েছে

এই বিষয়টি নিয়ে আমার বেশি কিছু বলার নেই, তবে ৪ জন মডারেটরের ৩ জনকেই আগে থেকে কমিউনিটির জন্য কাজ করতে দেখেছি। পোস্ট সিলেকশনের ক্ষেত্রে যদি সর্বদা স্বচ্ছতা বজায় থাকে এবং কমিউনিটির ভবিষ্যতের জন্য যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে আমাদের পক্ষ থেকে অভিযোগ থাকার কথা না।

গত সাপ্তাহে দেখেছি পূর্বের তূলনায় টপ পোস্ট সিলেকশন অনেক বেশি উন্নত হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো বেশি উন্নত হবে।

সবশেষে বলতে চাই, নিজেদের মধ্যে এভাবে বৈরীতা সৃষ্টি করে আল্টিমেটলি আমাদেরই ক্ষতি হচ্ছে, সবার মতামতের ভিত্তিতে যত দ্রুত সিদ্ধান্তে আসা যায় তত ভালো হবে আমাদের সবার জন্য।

নিজের সব পাওয়ার ডাউন দিয়ে, অন্যকে ডেলিগেশন করতে বাধ্য করে। যেই নিজেদের সব ডাউন দেওয়া শেষ, তখন থেকেই অন্যদের বাধ্য করেছে। লোকজন তো পাগল নাকি? কিছুই বুঝে না?

vae apner dita esca korla den nahola diyen na, 150 jon ar mordha 10 ar posondo nao hote pare, bad den onno community te chola jan

আমি আমার রিলেটিভকে মডেরেটর বানাইলে আপনাদের সমস্যা কোথা থেকে আসে? তারা কি কোন সিলেকশনে জালিয়াতি করছে? আপনারাও তো সাপোর্ট পাইছেন।

মূল কথা আপনারা যেই পাতে খান সেই পাতে আপনারা লাথি মারতেও দ্বিধাবোধ করেন না। আপনাদের মত লোকজন আমাদের কমিউনিটিতে দরকার নাই৷ যারা পর্যাপ্ত সাপোর্টের পরেও কমিউনিটি ভুল ধরে বেরায়, তারা থাকার থেকে না থাকা ভালো।

কথায় আছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আপনারা চলে যেতে পারেন। আমাদের একটিভ মেম্বার কমবে না।

কমিউনিটি এই পর্যন্ত আসতে সবার অবদান রয়েছে। কমিউনিটির মালিক তো আরও দুজন ছিল, তারা কই গেল? বেশি নিজের স্বার্থ আর লোভী হওয়া ভালো না। নিজে সব কাজ করতেন আর বলতেন কিছুই জানেন না।

baler khahini bolta ashiyen na, community malik ora chilo na, ami oder k community onshidar korce bolae ora malik hobe aeta apnake k bolce, ar ami steemit a 1st na kaj korla apnara jibone akhane ashta parten na, ami chilam bola ato kicu paecen, ar akhon boro kotha bolta ashcen, ami lovi na, k lovi allah dekhce. Apnake bolta hobe na, baler khahini ami shunta ashi nae apnader

আপনি কৈ থেকে আসছেন? কমিউনিটি এর মালিক কাদের বানাচ্ছেন ? কমিউনিটি খোলার অনেক পরে rex-sumon ডুকছে। আর তর্পন ও পরে ডুকছে। তাহলে ওরা মালিক হয় কেমনে??

cr মানেই steembangladesh কমিউনিটি এর মালিক না। যে কমিউনিটি খুলছে সে মালিক।

I want to be verified and delegate SP. What I have to do for this @toufiq777
please help

Please submit a video. You have to prove your identification. Mention your id name in that video. After that you will get verified.

@nahidhasan23 ভাই ভিডিও কোথায় সাবমিট করবো, পোস্টের টাইটেল কী হবে। এছাড়া ভিডিও তে আমি কি শুধু আমার ইউজার নেম বললেই হবে না কি আরোও কিছু এড করার দরকার আছে। একটু যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন ভাই...
আর ভেরিফাইড হওয়ার পর এরকম
IMG_20210413_143849.jpg
ডেলিগেশন সাইন রাখতে চাই। প্লিজ হেল্প মি ব্রাদার

ইউটিউবে আপলোড করে সেই লিংক গ্রুপে পোস্ট করলেই হবে। ভিডিওতে আপনার আইডি নেইম বললেই হবে। ভেরিফাইড হওয়ার পর আপনি চাইলে ভিডিও রিমুভ করেদিতে পারেন। ডেলিগেশন সাইন রাখতে হলে আপনাকে ডেলিগেশন করতে হবে কমিউনিটি একাউন্টে। এইখান থেকে ডেলিগেশন করতে পারেন :


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP