ASSHALAMU ALAYKUM
Today is Thursday, 01-07-21
সকাল
আজকে সকাল ১১.৩০ এ ঘুম থেকে উঠেছি৷ কারণ রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিলো৷ তাই সকালে আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে।
সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সকালের নাস্তা করলাম। আমি রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাই৷ তাই সকালের নাস্তা খাওয়ার আগে আর দাঁত ব্রাশ করি না। নাস্তা খেয়ে তারপর দাঁত ব্রাশ করি৷
দুপুর
আজকে অনেক কাজ করার ছিলো। আমি ল্যাপটপ অন করে কাজ গুলো শুরু করলাম৷ দুপুর দুইটা পর্যন্ত কাজই করলাম৷ সব কাজ শেষ করে দুপুরের খাবার খাইলাম।
দুপুরের খাবার খাওয়া শেষ করে আমার কিছু পারসোনাল কাজ করলাম।
আমার প্রতিদিন দুপুরে ঘুমানো অভ্যাস৷ দুপুর ৪ টার সময় আমি ঘুমালাম৷ ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রায়।
বিকেল
ঘুম থেকে উঠে মা আমাকে জাম খেতে দিলেন। দুইদিন আগে বাজার থেকে জাম কিনে এনেছিলাম৷ জাম খাওয়ার সময় পাচ্ছিলো না বাড়ির কেউই৷ তাই জাম গুলো নষ্ট হয়ে যাচ্ছিলো৷
সন্ধ্যা
সন্ধ্যায় আমি নিচে দোকানে গেলাম৷ দোকান থেকে নুডলস ও দুধের প্যাকেট কিনে আনলাম।
বাসায় এসে কিছুক্ষণ বসে ছিলাম৷ এরপর একটি মিষ্টি খাইলাম৷
এরপর আমি ল্যাপটপ অন করে কিছুক্ষণ কার্টুন দেখলাম৷ কার্টুন দেখার ফাঁকে অন্যান্ন কাজ করলাম৷
রাত
রাত ১১ টার সময় আমি রাতের খাবার খাইলাম৷ খাবার খাওয়া শেষে আমি কিছুক্ষণ ল্যাপটপে নাটক দেখলাম৷
রাত ১২ টার সময় আমি ইউটিউবে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ৪ নাম্বার টি-টোয়েন্টি ম্যাচ দেখলাম। প্রথম ইনিংস খেলা শেষ হওয়ার পর ঘুমিয়ে পরলাম।
১১.৩০ এ উঠার পর আবার ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম? 😂 আপনি দেখা যায় ঘুমকাতুরে মানুষ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতে ঘুমাতে দেরি হয়ে যায়৷ তাই সকালে উঠতে অনেক দেরি হয়৷ প্রতিদিন দুপুরে এতক্ষণ ঘুমাই না৷ কালকেই ঘুমাইছিলাম। আবহাওয়া ঠান্ডা ছিলো। আর বৃষ্টি হচ্ছিলো। তাই ঘুম ভালো হইছিলো 🙂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😪🔥ভাই কোন কার্টুন দেখেন 😌আমি shinchan দেখি।
ভাই একটু ঘুম ধার দিয়েন 😑ঘুম হয় না জীবনের অসাধারন প্যারায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ভুতের কার্টুন গুলো দেখি। ভুতের কার্টুন এর চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে রাখছি। নিউ এপিসোড আসলে ওগুলো দেখি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।প্লিজ আমার সাসপেক্ট তুলে নিন।আমাকে আপনাদের কমিউনিটিতে অংশগ্রহণের সুযোগ দিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit