1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 15/10/2020

in hive-138339 •  4 years ago 

আচ্ছালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করি আল্লাহ তায়ালা সবার উপর রহমতে সবাই ভালো আছেন।

Morning.

আমি ঘুম থেকে ১১.৩০ উঠে উঠে হয়ে গেলো । আজকে সকালে ঘুরতে বের হলাম। অনেকটা সময় ঘুরার পর বাসায় এসে কিছু সময় ঘুমিয়ে নিলাম তারপর। ঘুৃম থেকে উঠে নিজের ঘর গুছালাম । গুছিয়ে নিজেকে গুছিয়ে নাসতা করতে বসলাম। নাসতা করে দিনের শুরু করলাম।

তারপর মা সাথে বাসার কিছু কাজ করলাম। তারপর নিজের ভবিষ্যতর কথা চিন্তা করে কিছু সময় পড়ার জন্য বসে পড়লাম। আমি নিজের পড়া ভাগ করে নেই সব সময় যাতে করে পড়তে কোন অসুবিধা মনে না হয়। পড়াকে আমি দুই ভাগে ভাগ করে ফেলি। কিছু অংশ দিনের বেলা সকলে ঘুম থেকে উঠে। আর বাকি অংশ মাগরিপের সালাত এর পড়ে। আমি সাধারণত এই ভাবে নিজের সময়কে কাজে লাগাই। সকালে আমি কম করে হলেও দুই ঘন্টা সময় দেই।

পড়া শেষ করে ঊঠলাম । তারপর কিছু সময় মোবাইল টিপাটিপি করালম। বাবা মোবাইল করে দোকানে ডাকলেন। দোকানে যায়ে কিছু সময় বসে থাকে বাবার কাজে কারে দিলাম । কাজটি করে সজা বাসায় চলে এলাম। কারণ নামাজের সময় হয়ে গেলো। নামাজ পরে আবার দোকানে গেলাম বাবাকে বাসায় পাঠায় আমি দোকানে বাসলাম।

শত শত মানুষের মাঝে যখন দাড়িয়ে থাকি। (Location : Saidpur, Nilphamari)

IMG_20201015_131049.jpg

IMG_20201015_131047.jpg

Noon

বাবা কিছু সময় পর দোকানে গেলেন তারপর আমি বাসায় আসার পর খাওয়া করলাম। কিছু সময় মোবাইলে ঘাটাঘাটি করে ঘুমিয়ে পরলাম।

Evening.

ঘুৃম থেকে উঠে বিকেলের আযানের পর সালাত আদায় করে নিলাম। বিকালে শুধু দুইটাই কাজ। একটি হলো বাগানে যায়ে গাছকে পানি দেওয়া। তাই তারাতারি পানি দিয়ে দিলাম। খেলতে গেলাম।

Night

খেলা শেষ হতে হতে মাগরিপের আযান পরে যায় এবং সালাত এর সময় হয়। আমি নিজের সালাত আাদায় করে। মা কিছু খাওয়া দিলো তা খায়ে শেষ করলাম। তারপর কিছু সময় পড়তে বসলাম। পড়া শেষ করে কিছু সময়ের জন্য বন্ধুদের সাথে বের হইলাম।

সামনে আলো দেখা যায়। (Location : saidpur, Nilphamari)

IMG_20201015_201844.jpg

IMG_20201015_201842.jpg

তারপর এশা এর সালাত এর সময় হলে। সালাত বাসায় আদায় করে নিলা। সালাত শেষ করে বাসায় আসলাম।

তারপর সবাই মিলে খেতে বসি। সবার খাওয়া শেষে আমার মাকে সবকিছু ঠিক করতে আমি সাহায্য করি।

তারপর নিজকে পরিচর্যা করে শুয়ে পরি। আর পরের দিনের কা
IMG_20201015_201844.jpg

IMG_20201015_201842.jpg
জের শুরু নিয়ে ভেবে নেই। তারপর আল্লাহর কাছে প্রাথোনা করে ঘুমিয়ে পরি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Hi @tufan99 your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sm-shagor

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP