গত কালকের ডায়েরি পোস্টে উল্লেখ্য করেছিলাম খুব টেনশন নিয়েই রাতে ঘুমাতে গিয়েছিলাম। সকালে কাজ আছে তাই তারাতারি উঠতে হবে।
সকালে তারাতারি করে উঠেই ব্রাশ গোসল নাস্তা করে প্রস্তুত। মা'ও ব্যাগ গুছায় প্রস্তুত। বার হলাম রিক্সা নিয়ে সোজা সূর্যের হাসি ক্লিনিকে।
আমরা সেখানে পৌছাতেই আমার বোন জামাই রিক্সায় হাজির। পরক্ষনে আমার বোন সাথে শাশুরী সহ উপস্থিত। দুইদিন আগেই কেবিন বুক করা ছিল। তৃতীয় তলার ২ নং কক্ষে আমরা। কিছুক্ষণের মধ্যেই আপুর সিজার হবে। ডাক্তারের ডাক পরেছে। অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আপু কন্যা সন্তানের জন্ম দেয়। সকলেই খুব খুশি।
আমরা সকলে অনেক টেনশনে ছিলাম কারন গত বছরের ২৮ আগস্ট এই বোনের একমাত্র আদরের ২.৭ বছরের পুত্র সন্তান পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। মাত্র একদিনের জ্বর কেরে নেয় আবু হুরায়রা আফনানকে। সবাইকে কেঁদে না ফেরার দেশে পারি জমায় আফনান। প্রচন্ড মেধাবী, সুস্বাস্থ্যের অধিকারী আর অসাধারণ বচন ভঙ্গি দিয়ে সকলের খুব দ্রুত মন জয় করে নিত। তার এই চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছিল না। পুরো পরিবারকে একা করে চলে গেছে আফনান। সবাইকে কাদিয়ে চির বিদায় নিয়েছিল আফনান। তাই আমরা সকলে টেনশনে ছিলাম।
যাক আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই ভালো আছে। তারপরে সারাদিন সেখানেই কাটলো। আর ব্যস্ততা তো ছিলোই।
আজ এই কারনেই সেন্টার ছুটি দিয়েছি। সবাইকে ফোন করে করে নিষেধ করেছি। কারন এদিকেই ব্যস্ত থাকবো। দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম।
আবার বাজারে যায়ে কিছু কেনা কাটা করতে হল। এক কথায় অনেক ব্যস্ত সময় যাচ্ছে। সামনে রেগুলার পোস্ট করা হবে কিনা বলতে পারবো না।
বাজার থেকে বাসায় এসে নামাজ পরে সন্ধ্যার নাস্থা শারলাম। একটু রেস্ট নিতেই ইসার আজান শুরু। কিছুক্ষন স্টিমিট আর ফেসবুকে সময় দিতেই ১০ টা বাজে গেলো। ডিনার সেরে নামাজ পরে সুইলাম।
এমনিতেই দুই দিনের পোস্ট পেন্ডিং রয়ে গেছে। এই পোস্টটা দিখতে দিখতে ঘুমায় পরেছিলাম। সারাদিন ব্যস্ত থাকায় আবার রাতে লিখতে শুরু করলাম। শরীর ক্লান্ত তাই বেশি লিখতে পারছি না।
সবাই আমার জন্য আমার বোন ভাগনি ও পুরো পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অনেক শুভকামনা রইল আপনার বোনের বাচ্চার জন্য।
তার সাথে খুব দুঃখ প্রকাশ করছি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর পোস্ট ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। খুব ঝামেলায় আছি। কষ্ট করে সময় বার করতেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit