The Diary Game: August 07, 2020 বেদনার একটি দিন

in hive-138339 •  4 years ago  (edited)

অনেক গুলো হৃদয় ভাঙ্গা গল্প আর বেদনার আঁকা অনেক গুলো শব্দ দিয়ে স্মৃতির পাতায় নতুন অধ্যায়ের সূচনা করে সবাইকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা হলাম মা আর আমি।

বিদায় বেলায় কোন ভাষা নেই বিদায় জানানোর। প্রিয়জনের আকস্মিক হাড়ানোর বেদনা সান্তনা দেওয়ার মত কোন শব্দ আল কোরআন বাদে পৃথিবীর কোন ডিকশনারিতে নেই। আর তা যদি হয় কলিজার টুকরা ছোট্ট শিশু।

তারপরেও বিদায় জানিয়ে চলে আসতে হল এক বুক ভরা কষ্ট বেদনা নিয়ে। সচ্ছ শুভ্র নিলাভ আকাশের খেলা আর নিচে সবুজের সমারোহে সব বেদনা ভূলিয়ে নিজেকে হাড়ানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।

20200807_170254(0).jpg

20200807_171027.jpg

এই ভাবেই ভ্যান, অটো, রিক্সায় যাত্রা সমাপ্তি ঘটিয়ে বাসায়। ক্লান্ত শরীরে বাসায় এসে যেন ক্লান্তি আরো বেড়ে গেলো। সব ক্লান্তি ঝেড়ে গোসলখানায় গিয়ে ইচ্ছা মত গোসল করলাম। যাক এবার নিজেকে একটু ফ্রেশ লাগছিল।

এক কাপ চা এর কাপে চুমুকে চুমুকে শেষ করেই বিছায় নিজের শরীরটাকে মেলে দিলাম। গত কাল ঘুম হয় নিই। কিভাবে বা ঘুম হবে। বাসায় কান্নার রোল। ছোট্ট কলিজার টুকরাকে অন্ধকার কবরে একা রেখে আসে কে ঘুমানো সম্ভব?

তারপরেও ভোরে আর চোখ স্থির রাখতে পারি নিই। চোখ বন্ধ হয়ে আসছে। কখন ঘুমায় পরছি টের এই পাই নাই। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে শুক্রবারের জুম্মার নামাজ আদায় করতে চলে যাই বছিবানিয়ার জামে মসজিদে। প্রথমবার এই মসজিদে নামাজ পরলাম। হুজুর বয়ান খুব ভালো করেছেন। আমরা ইসলাম আর পবিত্র গ্রন্থ মহা বিশ্বের বিস্ময় আল কোরআন কে শুধু মাত্র মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি। আমরা আমাদের প্রত্যাহিক জীবনে সামান্য প্রতিফলন ও ঘটাই নিই। অথচ আল্লাহ্ প্রদত্ত আল কোরআন আমাদের একমাত্র জীবন বিধান।

জুম্মার নামাজ আদায় করে প্রচন্ড রোদে বাসায় ফিরলাম সাথে সঙ্গে ছিল একটা ছাতা ও আমার খালু।

তারপর বাসায় এসে সবাইকে নিয়ে কোন মতে হালকা খাওয়া করেই বিদায় নিয়েছিলাম।

আসলে প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘটনা আমাদের শিক্ষা দেয়। আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘটনা হতে শিক্ষা নেওয়া উচিত। আমরা কিন্তু তা ভূলে যাই। যদি প্রতিটা ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারতাম তাহলে তাহলে আমাদের জীবনটা অন্য রকম হয়ে যেত। আমরা এখনো প্রকৃত শিক্ষা অর্জন করে নিতে পারি নিই।

যাক আজকের এক্টিভিটিস এর অনেক কিছুই বর্ণনা করা সম্ভব হয়ে উঠে নিই। সেই সব বর্ণনা করা সম্ভবও না। তারচেয়ে বরং আসি সেই নিল আকাশ নিয়ে। প্রেমিকা কে উদ্দেশ্য করে গাইতে ইচ্ছা করে চলনা দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি, চলনা আজ হাড়িয়ে যাই ঐ নীলাভ আকাশে হাতে হাত রেখে। চলনা আজ দুজনে পারি জমাই অজানাতে। যেখানে শুধু তুমি আমি আকাশ সম ভালোবাসা নিয়ে ভালোবাসবো।

20200807_170945.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথম ছবিটা সেইরকম সুন্দর হইছে।

ধন্যবাদ ভাই।

ভাই আপনার ছবি এবং শেষের লাইনগুলোর গান খুব সুন্দর হয়েছে।

😛🥰😍 ধন্যবাদ

ভালো লাগলো আপনার কথা গুলো শুনে❤

ধন্যবাদ ভাই কষ্ট করে পড়ার জন্য।

কি হয়েছিল ভাই? আপনার লেখায় আমার জন্য সবচেয়ে ভালো লাইন হলো প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত | খুব ভালো লিখেছেন

ধন্যবাদ ভাই। নদীতে ভেষে গেছিল ভাই।

Brother, neither sorrow nor happiness is permanent, only a temporary guest. Pray that this is the best wisdom for the child. I will have prayers InshaAllah

  ·  4 years ago (edited)

Yes brother you are absolutely right. Life is full of happiness and sorrow. And life is never permanent. Please keep me in your prayers.

Thank you.....

Yeah.. obviously...and welcome bro