The Diary Game::August 08, 2020:: আজকের দিনালিপি

in hive-138339 •  4 years ago  (edited)

গত কালকে পরিশ্রম আর জার্নি করার পর খুবই ক্লান্ত ছিলাম। সেটা গত কালকের পোস্টে উল্লেখ্য করেছি। ক্লান্ত থাকায় তারাতারি ঘুমায় পরছিলাম। Steem-bangladesh এর ডিসকোর্ড চ্যানেলের ভয়েস মিটিং এ কিছুক্ষন থেকেই বিদায় নিয়েছিলাম। বিদায় নেওয়ার পরে কখন ঘুমায় পরছি তা আর মনে নাই।

রাতে হঠাৎ বাংলা সিনেমার নায়কের মত নাচতেছিলাম ঘুমের মধ্যেই। সত্যিই যদি বাংলা সিনেমার মোটা মোটা নাইকা গুলোও যদি সাথে নাচতো তবু একটু মনকে সান্তনা দিতে পারতাম। কিন্তু ফজরের আজান হওয়ার সাথে সাথে নাচ বন্ধ হয়ে গেলো ঘুমও ভাঙ্গে গেলো। ঘুম ভাঙ্গে দেখি শরীর ঘেমে কর্দমাক্ত হয়ে গেছে। তারপরে পরেই বুঝলাম মরার লোডশেডিং এর কারণে ফ্যান বন্ধ হয়ে ছিল। যার কারনে গরমে ঘুমের মধ্যেই ছটফট করতেছিলাম কোন নায়িকার সাথে নাচানাচি না।

যাক ঘুম ভাঙ্গে গেলো ফজলের আজান ও হচ্ছে। এই সুযোগে ফজরের সালাত আদায় করেই ফেলি। ফজরের সালাত আদায় করে আবার গরম সহ্য করেই সুইলাম। বিছানায় এডিট ওপিট করে গোরাগুরি খেতে খেতে কখন শুইছি টের পাই নাই। বউ থাকলে নিশ্চিত ল্যাদায়া নিচে ফালায়া দিত।

যাক ঘুম ভাঙ্গে গোসল করে সোজা সেন্টারের উদ্দেশ্যে বার হই। রিক্সায় উঠে ভাই জলদি চল দেরি হয়ে গেছে। রিক্সা জলদি চালায় লাভ আর হল না। ট্রাফিক জ্যামে আটকে গেলাম। পাশেই একটা রিক্সা এসে দাড়ালো। রিক্সায় এক সুন্দরী মেয়ে। আমি আবার ভদ্র ছেলে আশে পাশে তাকাই না। সুন্দরী মেয়ের দিকে তো তাকাই এ না। একবার তাকাইতে গিয়ে ধরা খাইছিলাম। গার্ল ফ্রেন্ড ফোন দিয়ে কয় রাস্তায় রিক্সার পাশের টার উপর ক্রাশ খাইছো বাবু দাড়াও তোমার কাছে নিয়া আসতেছি। পরে এটা বান্ধুবী আমার সাথে পরিচয় করায় দেয়। আমি তো তব্দা খায়ে গেছিলাম। তখন থেকে বাদ এদিক সেদিক দেখা।

যাই হোক জ্যাম সারলে দ্রুত সৈয়দপুর প্লাজায় পৌছায়। রীতিমত দৌড় দিয়ে সেন্টার খুললাম। তারপরেও দেরী হয়ে গেলো। আসলে তারাতারি করতে চাই না কেন দেরী হয়েই যায়।

20200807_171240.jpg

হোক দেরী কিন্তু প্রতিদিনের কাজ ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সেটা তো করতেই হবে। সব কিছু করে বসলাম নিজের চেয়ারে বসে স্টিমিটে পোস্ট দিলাম।

তারপর দোস্ত @mspbro আমরা সেন্টারে আসে আমার সাথে দেখা করতে। কিছু টুকটাক কথা সাথে মিসালী মাখা খাওয়া দাওয়া।

স্টুডেন্টদের ক্লাস নিতে নিতে বিকাল হয়ে গেলো। বাড়ি আসবো সেই সময়ে আমার কোচিং এর এইচএসসি ব্যাচের স্টুডেন্ট পপি ফোন দিল।
-ভাইয়া কেমন আছেন।
-আলহামদুলিল্লাহ্ ভালো। তুমি?
-ভালো ভাইয়া। আপনি প্লাজায়?
-হুম, প্লাজায় এখন বাসায় যাবো।
-না না ভাইয়া যাইয়েন না, আমরা আসতেছি।
-ওকে জলদি আসো বাসায় যাবো।

আমি মনে মনে খুশি। বকেয়া টাকা গুলো হয়তো দিবে। এমনিতেই পকেটের অবস্থা ভালো না। পকেটের স্বাস্থ্য ভালো হবে এই মনে করে মনের খুশিতে বসে আছি। আর টিপাটিপি করতেছি। অন্য কিছু ভাবেন না ফোন টিপাটিপি করতেছিলাম।

-ভাইয়া, কেমন আছেন। আমরা বান্ধুবিরা ফুচকা খাইতে আসছিলাম তো তাই আপনার সাথে দেখা করতে আসলাম।
-খুব ভালো করছো। মনে মনে টাকা টা পাচ্ছি এটা কম কিসে।
-ভাইয়া আপনি শুকায় গেছেন, দাড়ি, চুল বড় বড়। দেবদাস হয়ে গেছেন। ভাবী কেমন আছে। বিয়ে কবে করবেন।
-টাকা পয়শার অভাবে চুল দাঁড়ি কাটতে পারতেছি না। বিয়ে করতে পারতেছি না টেনশনে শুকায় যাচ্ছি।
-ধুর ভাইয়া আপনিও না! আচ্ছা ভাইয়া আমাদের টাকাটা একটু দেরি হবে।
-আহা রে! বাংলা সিনেমার মত মনে মনে। না.....হ্ এ হতে পারে না।

আমি রীতিমত আহাম্মক। তারপর কি আর ওদের ব্যাগ থেকে একটা মিঃ টুইস্ট আর একটা কোন আইসক্রিম বার করে দিল। বলে ভাইয়া আপনার জন্য। কি আর করার সান্তনা পুরস্কার নিয়েই চলে আসলাম বাসায়।

তারপর বাসায় আসে ফ্রেশ হয়ে নামাজ খাওয়া রেস্ট ফেসবুকিং চ্যাটিং স্টিমিটে ঘাঁটাঘাঁটি এভাবেই চলে গেল দিন। তারপরেই শুয়ে শুয়ে এই পোস্টটা লিখলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

rsz_20200802_180330.png

Steem Bangladesh

Hi @unicode your post has been upvoted by @steem-bangladesh courtesy of @sajibmolla17

JOIN US ON Discord

Brother, what can I say, I have lost my language. You match the words so beautifully as if I am reading a novel. Brother had a great blog. Looking forward to reading your next post

Oh My dear brother! Thank you very much.
But please don't lose your language. If you lose your language who will comment after my post.

No problem, I am making automatic software, my phone has taken the responsibility, it will comment as soon as your post is complete.😁

No bro. I want manually comments that will come from the heart.

ঠিক বলেছো চানাচুর ভাজা অনেক মজাদার ছিল।
তুমি সঠিক কথা বল। কিন্তু কিছু কথা মানতে পারলাম না বন্ধু :-P

রিক্সায় এক সুন্দরী মেয়ে। আমি আবার ভদ্র ছেলে আশে পাশে তাকাই না। সুন্দরী মেয়ের দিকে তো তাকাই এ না।

জানি ভাবি আছে আমাদের। আর আমাদের ভাবি যথেষ্ট সুন্দর। কিন্তু তোমার কথা .. উ.......হু তা মানবো না।
হা হা হা যাই হোক মনে হয় বাংলা সিনেমা খুব দেখ। আমি না দেখলেও সাবানার ডায়লোগ আমার ও মুখস্ত । না.....হ্ এ হতে পারে না
বান্ধবি থাকা টাও ভাল। আইসক্রিম, চকলেট আরো কত কিছু পাওয়া যায়।
আমার পোরা কপাল বরাবরে আমি এসব সুভিধা থেকে বন্চিত। :-(
আচ্ছা যাই হক তোমার আজকের অ্যাক্টিভিটি ভালই লাগলো। ধন্যবাদ ♥

  ·  4 years ago (edited)

ছিঃ তুমি আমাকে এই ভাবলে? আর সত্যি কথা বলতে টিভি যে কতদিন ধরে দেখি নিই আমার মনেই পরে না। আর ওরা বান্ধবী ছিল না তারা ছাত্রী ছিল। অনেকদিন হল দেখা করতে পারে নিই। লক ডাউনের কারনে কোচিং বন্ধ করা হয়েছিল।

  ·  4 years ago (edited)

জাস্ট চিল বয় .... হা হা :-) ;-)

হা হা হা । কেমনে চিল করবো ভাই।

ভাই স্বপ্নে মোটা মোটা নায়িকাদের সাথে নাচলে কি শরীর ঠিক থাকে৷ এত গরমের মাঝে এত নাচানাচি করছেন৷ তাহলে তো অবশ্যই গা ঘামবেই 😂।

ভাইরে ভাই আর কই ও না। লোডশেডিংয়ের যন্ত্রণায় অবস্থা খারাপ হয়ে গেছিল।

হাহাহা ভাই টাকার আশায় বসে ছিলেন।পারফেক্ট খাটনি,বেকার চাটনি😂😂

হুম শুধু নিরাশা।

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S