আশ্চর্যপ্রাণী মাকড়সার কিছু তথ্যপূর্ণ কথা

in hive-140476 •  3 years ago 

অগণিত অনু-পরমাণু এবং খুদ্র খুদ্র জীব থেকে বড় এবং বৃহত্তর জীবের মাঝে আমাদের জীবন ধারণ। একে অন্যের উপর নির্ভর করেই আমাদের বেঁচে থাকা।

আজকে একটা অন্য প্রাণী নিয়ে কথা বলবো।

আমরা সরীসৃপ প্রাণী বলতেই অনেক প্রাণীর নাম মাথায় চলে আসে।কিন্তু এই প্রাণীটি সরীসৃপের মতো দেখতে হলেও সরীসৃপ না। তাহলে কি সেই প্রাণী? নাম কি তার?

spider-436947_1280.jpg

Source

মাকড়সা। এই প্রাণীটি দেখলে মনে হয় সরীসৃপ, কিন্তু আশ্চর্যের বিষয় ইহার ৮টি পা আছে এবং এই পা দিয়েই সে চলাচল করে।
প্রাণীটি মূলত Araneae বর্গের। এদের বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাসে এদের জগৎ, পর্ব, উপপর্ব দেখা যায়।
এরা অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী হওয়া সত্ত্বেও এরা খুবই শিকারী প্রাণী। এদের মাথা এবং ঘাড় আলাদা আলাদা ভাবে বিভক্ত। এদের কোনো ডানা নেই। ডানা না থাকা সত্ত্বেও এরা জাল বুনতে পারে।

dragonfly-1729157_1280.webp

Source

সব মাকড়সাই প্রায় একই ভাবে জাল বুনে। তাদের জালে ধরা পরে অনেক কীট-পতঙ্গ। যে গুলো খেয়ে মাকড়সা জীবন ধারণ করে। বিশেষ করে জোনাকি পোকা খেয়ে মাকড়সার আয়ু বৃদ্ধি হয় কিছুটা।
মাকড়সাদের একটি বিষগ্রন্থি আছে। যা খুবই বিষাক্ত। মানুষের শরীরে সেই বিষ প্রবেশ করলে মৃত্যু অবধারিত। তবেই সব মাকড়সা প্রাণঘাতী নয়।

মাকড়সা প্রথম স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম এবং অনন্য। এরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে।
প্রাচীন মাকড়সারা একটু পৃথক ভাবে শিকার করে। এরা জাল না বুনে লাফিয়ে লাফিয়ে শিকার করে নিজেদের জীবন বাঁচিয়ে রাখে। প্রাচীন মাকড়সার তুলনায় আধুনিক সভ্যতার মাকড়সারা অপেক্ষাকৃত অর্বাচীন হয়ে থাকে।
কিছু বিষাক্ত মাকড়সা আছে। যাদের নাম হলো টারান্টুলা, ব্লাক উইডো মাকড়সা ইত্যাদি।
spider-564685_1280.jpg

Source

মাকড়সাকে ভয় পাওয়া এক ধরনের রোগের মধ্যে পরে। যা ফোবিয়া,অ্যারাকনিডাফোবিয়া নামে পরিচিত।
মাকড়সা মানুষের দৈনন্দিন জীবনে উপকারের ভূমিকা রেখে যাচ্ছে যা মানুষের অজানা। এরা খুবই শান্ত এবং ভীতু প্রজাতির প্রাণী।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট টি আসলে অনেক সুন্দর। ধন্যবাদ
মাকড়সার সম্পর্কে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য

ধন্যবাদ


20211017_092449-01.jpeg

Your post has been upvoted by @bds-curator Community Curation Trail.

Subscribe to our community

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steemitblog for last updates

আপনার পোস্টটির মাধ্যমে মাকড়শার অনেক আজানা তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

The fact that spiders can weave nets is really weird.

yes. It is a magical power of spider

আপনি খুব সুন্দর এবং গুছিয়ে মাকড়সা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন যা আমার আগে অজানা ছিলো এখন জানতে পারলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

thanks vaia

Brother wrote a lot about spiders.

Thanks vaia

মাকড়সা একটি অদ্ভুত প্রজাতির প্রাণী এর 6 টি পা আছে এটি একটি ভিন্ন জাতের প্রাণী এর পিছনে থেকে সুতা বের হয়ে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য। 👌

ধন্যবাদ ভাইয়া