ʜᴇʟʟᴏ ʜᴜᴍᴀɴ ʙᴇɪɴɢs
I hope everyone is well by the grace of God. I too am well and healthy with the help of Allah and His Messenger (peace Android blessings of Allah be upon him). I started today's post wishing good health to all people.
দুজন বন্ধু ছিল রাজু আর রাকিব। তারা দুজন একজন একজনের জন্য অনেক আন্তরিক ছিল। একজনের বিপদ হলে অন্যজন ঝাপিয়ে পড়তো তার বিপদে। একে অপরের জন্য পাগল ছিল। এমনকি রাতে দুজন একই সাথে থাকত পর্যন্ত। আজ রাজু যদি রাকিবের বাড়িতে থাকে, তাহলে কাল রাকিব রাজুর বাড়িতে থাকে। সারাক্ষণ দুজন একই সাথে থাকে।
তাদের গ্রামে তাদের দুজন কে নিয়ে অনেক কথা হয়। শুধু তাই নয় তারা দুজন গ্রামের ধনী-গরীব সবার বিপদে থাকতো। তারা যে কারো কোন অসুখ হলে তারা শোনামাত্রই চলে যেত। কাউকে হাসপাতালে নেওয়া লাগলে তারা নিত। সাহায্য-সহযোগিতা সব সময় দুজন করত। কারণ তারা ছিল দুজন বড়লোক বাবার একমাত্র সন্তান । বাবার টাকা দিয়ে তারা গ্রামের গরীবদের মাঝে বিলিয়ে দিতে।
রাতে দুজন একসাথে ঘুমিয়ে পরলে সকালে যখন ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির সামনে অনেকগুলো মানুষ এসে বসে থাকতো। একজনের 11 সমস্যা বলে তাদের থেকে টাকা পয়সা নেই তো। তারা দুইজন ও কোন কিছু না ভেবে তাদেরকে টাকা দিয়ে দিত। এই নিয়ে রাজু এবং রাকিবের বাবা-মা আত্মীয়-স্বজন ছিল অনেক খুশি।
দুজনের বাবা ছিল অনেক বড় ব্যবসায়ী। দুজনে বাবা দুটি সন্তানকে নিয়ে অনেক খুশি ছিল। দুজনের ব্যবসা থেকে একটি অংশ দুটি সন্তানের জন্য ব্যয় করত। আর তাদের সন্তানগুলো গরিব-দুঃখী সবার মাঝে সহযোগিতা করত। কৃতি সন্তান যখন বাড়ি থেকে বের হতো তখন গ্রামের মানুষ তাদেরকে অনেক পছন্দ করত।
দুজন ঘুরাঘুরি করতে অনেক পছন্দ করত। রাকিবের একটি মোটরসাইকেল ছিল। তারা সারাক্ষন মোটরসাইকেল নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামের মানুষদের দেখতে যেত। একসময় তারা নিজ গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে গিয়ে মানুষকে সহযোগিতা করত। আস্তে আস্তে তারা একটি সংগঠন তৈরি করল মানবিক। একসময় তাদের সংগঠনটি অনেক বড় হতে লাগল। তাদের জেলার প্রতিটি গ্রামের মানুষ তাদের সংগঠনের তাদের ছেলে মেয়েকে দিতে লাগল। এবং সবাই নির্দ্বিধায় তাদের সংগঠনের কাজ করতে ছেলে মেয়েকে দিতে।
꧁࿈
𝓘 𝓱𝓸𝓹𝓮 𝔀𝓮 𝓪𝓻𝓮 𝓪𝓵𝓵 𝓱𝓾𝓶𝓪𝓷 𝓫𝓮𝓲𝓷𝓰𝓼. 𝓘 𝔀𝓸𝓻𝓴 𝓯𝓸𝓻 𝓱𝓾𝓶𝓪𝓷𝓲𝓽𝔂. 𝓗𝓮𝓵𝓹𝓼 𝓽𝓱𝓮 𝓹𝓸𝓸𝓻 𝓱𝓮𝓵𝓹𝓵𝓮𝓼𝓼 𝓹𝓮𝓸𝓹𝓵𝓮 𝓪𝓵𝓵 𝓽𝓱𝓮 𝓽𝓲𝓶𝓮. 𝓜𝓾𝓻𝓭𝓮𝓻 𝓪𝓷𝓭 𝓸𝓹𝓹𝓻𝓮𝓼𝓼𝓲𝓸𝓷 𝓹𝓻𝓮𝓿𝓮𝓷𝓽 𝓹𝓮𝓸𝓹𝓵𝓮 𝓯𝓻𝓸𝓶 𝓫𝓮𝓲𝓷𝓰 𝓽𝓸𝓻𝓽𝓾𝓻𝓮𝓭. 𝓐𝓵𝓵 𝓽𝓱𝓮 𝓹𝓮𝓸𝓹𝓵𝓮 𝓸𝓯 𝓽𝓱𝓮 𝔀𝓸𝓻𝓵𝓭 𝔀𝓪𝓷𝓽 𝓾𝓼 𝓫𝓻𝓸𝓽𝓱𝓮𝓻𝓼, 𝓽𝓱𝓮 𝔀𝓸𝓻𝓵𝓭 𝓸𝓯 𝓱𝓾𝓶𝓪𝓷𝓲𝓽𝔂࿈
֍
Post Details
Category | Photography |
---|---|
Camera | 𝑅𝑒𝑎𝑙𝑚𝑒 7𝑖 |
𝑃𝒉𝑜𝑡𝑜𝑔𝑟𝑎𝑝𝒉𝑒𝑟 | @𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71 |
𝑃𝑜𝑠𝑡 𝐶𝑟𝑒𝑎𝑡𝑒𝑑 | @𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71 |
Location | Bangladesh |
Photo Edit | Lightroom |
💐💐Special thanks :
@tasonya
@mdriart
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit